পাতা:যাত্রিকের গতি.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানীয় ইতিহাস। *** তাছার মুখেতে ঈশ্বরের ধন্যবাদ করে, কিন্তু কাৰ্য্যেতে তাহার নিমিত্তে কিছুই করে না। তাহাদের পল্লব অতি সুন্দর, কিন্তু অন্তঃকরণ অসার, কেবল শয়তানের চকমকির শোল। কৱিৰাৱ ষোগুত । অনন্তর ভোজ্য দ্রব্য প্রভূতি সকল প্রস্তুত হওয়াতে এক জন ঈশ্বরের ধন্যবাদ করিলে সকলে আহার করিতে বসিল। ভোজন সময়ে অতিথিদিগের সন্তোষার্থে * অর্থকারকের বাদ্যধ্বনি করাওনের রীতি থাকাতে বাদ্যকারেরা অাসিয়া বাদ্য করিতে লাগিল। তাছাদের মধ্যে এক জন অতি মিষ্ট স্বর বিশিষ্ট গায়ক ছিল, সে এই গীত গান করিল, প্রভুমাত্র আমার আশ্রয় । তিনি সদাই দেন আহার ॥ তাহা হৈলে কোন বিষয়। - অভাব হবে কি প্রকার ॥ অপর ঐ গান বাদ্য সমাপ্ত হইলে * অর্থকারক * খ্ৰীষ্টীয়ানীকে জিজ্ঞাসা করিলেন, যাত্রিকী হইতে প্রথমে তোমার প্রবৃত্তি কিলে জন্মিয়াছিল ? * খ্ৰীষ্টীয়ানী উত্তর করিল, প্রথমতঃ আমার স্বামির বিয়োগে অামি অতিশয় । শোকাকুলা হইয়াছিলাম ; কিন্তু সে স্বাভাবিক ক্ষেহমাত্র। তৎপরে আমার স্বামির যাত্রা এবং তদঘটিত দুঃখ সকল, এবং তদ্বিষয়ে তাহার প্রতি আমার ষে নির্মাচরণ হইয়াছিল, সেইসকল মনে পড়িল । তাছাতে আমি আপন দোষ জানিয় এমন ব্যাকুল হইলাম, যে পুষ্করিণীতে জুৰিয়া প্রাণ ত্যাগ করিতে প্রায় প্রস্তুত ছিলাম। কিন্তু এমত সময়ে ঈশ্বরের অনুগ্রহেতে এক আশ্চৰ্য্য স্বপ্ন দেখিলাম ; তজ্জ্বারা আমার স্বামির মজলাবস্থা বিষয়ক সমাচার পাইলাম । এবং তিনি যে দেশে রাস করিতেছেন,