পাতা:যাত্রিকের গতি.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や. সাংসারিকবুদ্ধি ! সৰ্ব্বদা সেই চেষ্টায় আছি, কিন্তু তথাচ কোন প্রকারেই ঐ বোঝা এড়াইতে পারিতেছি না ; আমার এই গুরুতর ভার ষে হরণ করে, আমাদের তাবৎ দেশের মধ্যে এমন একটিও লোক দেখি না। অতএব তোমাকে যেরূপ কহিয়াছি, সেই রূপ আমি এই বোঝাহইতে মুক্তি পাইবার জন্যে এ পথ দিয়া যাইতেছি। তাহাতে “সাংসারিকবুদ্ধি কহিল, এই বোঝাহইতে মুক্ত হওনের নিমিত্তে এ পথ দিয়া যাইতে তোমাকে কে পরামর্শ দিয়াছে ?

  • খ্ৰীষ্টীয়ান কহিল, সে লোককে আমার দৃষ্টিতে অতিমহৎ এবং সম্ভ্রান্ত বোধ হইয়াছে, এবং আমার স্মরণ হয় যে তাহার নাম * মঙ্গলব্যঞ্জক ।
  • সাংসারিকবুদ্ধি কহিল, আঃ তাহার পরামর্শের মল কি ? সে তোমাকে যে পথ দেখাইয়া দিয়াছে, তাহার মন্ত্রণানুসারে যদি তুমি চল, তবে সেই পথ কেমন ভয়ানক ও দুর্গম তাহা বিলক্ষণরূপে জানিতে পারিব। আর আমি এখনি দেখিতে পাইতেছি, যে ইহার মধ্যেই তুমি সে পথের কিঞ্চিৎ ক্লেশ পাইয়াছ ; কেননা তোমার সৰ্ব্বাঙ্গ নৈরাশ্য পঙ্কের কাদা লেপা দেখিতেছি । অতএব শুন, যাহার। ঐ পথ দিয়া যায়, তাহাদিগের প্রথম ক্লেশের সূত্র ঐ পঙ্ক জানিবা । আমি তোমাহইতে অনেক প্রাচীন বটি, অতএব আমার কথা গ্রাহ্য করিও। তুমি যে পথে যাইতেছ সে পথে কেবল বৃথা পরিশ্রম, এবং ব্যথা, ক্ষুধা, দুঃখ, উলজত্ব, খড়ন, সিংহ, সপ, অন্ধকার ইত্যাদির ভয়, এবং মৃত্যুও আছে; আর এই সকল যে নিতান্ত সত্য, ইহ অনেক সাক্ষিদ্বারা স্থির করা গিয়াছে ; অতএব পরের কথা শুনিয়া নিতান্ত অবিবেচকের মত কেন আপনাকে জুষ্ট করিব ?