পাতা:যাত্রিকের গতি.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থকারকের গৃহহইতে প্রস্থান । * SO রূপবতী , বালকেরাও স্ব ২ সৌন্দর্য্য দেখ্রিয়া চমৎকৃত হইয়া রহিল । পরে “ অর্থকারক ° মহোৎসাহ নামে আপনার এক ভূত্যকে ডাকিয়া কহিলেন, ভূমি ঢাল ও খড়ন ও শিরস্ত্র গ্রহণ করিয়া আমার এই কন্যাগণকে “ রম্যপুরী নামক অপর প্রবাসগৃহে সাবধানে লইয়া যাও । তাছাতে সে আপন অস্ত্রশস্ত্র গ্রহণ করিয়া তাহীদের অগ্রে ২ চলিল । তখন * অৰ্থকারক তাহাদিগকে কছিলেন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এবং সেই গৃহের পরিজনেরাও অনেক আশীৰ্ব্বাদ পুৰ্ব্বক তাহাদিগকে বিদায় দিল । অনন্তর তাহার। আনন্দে গমন করিতে ২ এই গীত গাইল । আমাদের দ্বিতীয় এ বিশ্রামের স্থানে । দেখিলু বিষয় ভাল বিবিধ বিধানে ॥ অন্য প্রতি গুপ্ত যাহা পুরুষানুক্রমে। অামাদিগে ব্যক্ত তাহা ঈশ্বরের প্রেমে ॥ ১ ॥ জঙ্কাল সংগ্রাহি ব্যক্তি মাকড়সা আর । সৰৎসা কুক্কুটী হৈল শিক্ষক আমার । সেই হেতু আমি যেন হয়ে দৃঢ় মন । শিক্ষা অনুসারে সদা করি আচরণ ॥ ২। কশাই উদ্যান ক্ষেত্র ও বাবুই পাখী । মুখে ধূত ভার খাদ্য আর জীর্ণ শাখী ॥. এদের সুবর্ণ তেল্যে যেই ধন রয় । তাৎপর্ষ্য বুঝিলে অারে গ্র লাষ্ঠেভ হয় ৷ ৩ ৷ उछख्झना जोमद्रा cयन हट्टन्न ज८क्ल७ञ । . - প্রার্থনা করিয়া পাই নিষ্কপট মন ॥ " সদা আত্মকুশ লয়ে সেবিতে ঈশ্বরে । সেই জ্ঞান এ প্রবৃত্তি দেয় আমাদেরে ॥ ৪ ॥ অনস্তর অামি স্বপ্নে দেখিলাম যেন ঐ স্ত্রীলোকেরা 2 с 3