পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> b^ ব্যবস্থানুগত।

  • খ্ৰীষ্টীয়ান কহিল, হে মহাশয়, তবে ঐ গোপনীয় বিষয় ব্যক্ত করিয়া কহিতে আজ্ঞা হউক ।

তখন “ সাংসারিকবুদ্ধি কহিতে লাগিল, শুন, এই স্থানহইতে কিঞ্চিৎ দূরবৰ্ত্তি নীতিনামক গ্রামে “ ব্যবস্থানুগত নামক এক জন প্রধান লোক বসতি করেন, তিনি অতি প্রবীণ এবং বড় সুখ্যাত, আর তোমার পৃষ্ঠে যেরূপ বোঝা আছে এমন বোঝা মনুষ্যদিগের স্কন্ধহইতে নামাইতে তিনি অতি বড় বিজ্ঞ ; কেননা অামার জ্ঞানেতে তাহাকে ঐ প্রকার অনেক ২ ভাল কৰ্ম্ম করিতে দেখিয়াছি, এবং তাহা ছাড়াও আপন ২ বোঝা প্রযুক্ত কিঞ্চিৎ মনোবৈকল্য প্রাপ্ত লোকদিগকেও ভাল করিতে তিনি অতি পটু বটেন ; অতএব আমি বলি, তাহার নিকটে গেলে তুমি ক্ষণেকের মধ্যে আপন উপকার জানিতে পারিব । তাহার বাটী এখানহইতে এক ক্রোশ অন্তরও নহে । তিনি যদি ঘরে না থাকেন, তবে * সুভ্য নামে তাহার এক পুত্ৰ আছেন, তিনিও ঐ বৃদ্ধ মহাশয়ের ন্যায় তোমার কৰ্ম্ম সিদ্ধ করিতে ক্ষমতাপন্ন বটেন ; এ জন্যে কহিতেছি, তুমি সেখানে গেলে অবশ্য এ বোঝাহইতে মুক্ত হইতে পারিবা। আর তুমি যে পূৰ্ব্ববসতি স্থানে ফিরিয়া যাও, তাহাতে আমার ইচ্ছা নাই; এবং তথায় থাকিতে যদি না চাও, তবে এই গ্রামে থাকিয়া তোমার স্ত্রী পুজাদিকে আনিবার জন্যে লোক পাঠাইতে পার। এই গ্রামে অনেক ২ শূন্য গৃহ আছে, তাহার একটা অল্পমূল্যে ভাড়া পাইতে পারিবা, এবং সেখানে উত্তম ও সুলভ খাদ্য দ্রব্যও মিলে। আরও সৰ্ব্বাপেক্ষা উত্তম বিষয় এই, যে সেখানে সম্ভ্রান্তরূপে সদ্ব্যবহার করিয়া সজ্জন প্রতিবাসিগণের সহিত বাস করিতে পারিব । এ কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান অপেক্ষণ স্থগিত হইয়া ভা