পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

KᏇ Ᏹ © রম্যপূরীষ্ঠে উপস্থিত ছওন । তাহাতে তাহারা গমন করিতে লাগিল ; কিন্তু সিংহের নিকট দিয়া যাইবার সময়ে স্ত্রীলোকের ভয়ে কম্পমান৷ হইল, ও বালকের মৃতকম্প হইল। সে যাহা হউক, তাহারা নিৰ্ব্বিঘ্নে উত্তীর্ণ হইয়া আপন পথে চলিয়া গেল। পরে কিঞ্চিৎ অগ্রসর হইলে, তাহারা রম্য পুরীর দ্বারপালের ঘর দেখিতে পাইয়া আরও শীঘ্ৰ গমন করিতে লাগিল, কেননা তখন বেলা অবসান, আর রাত্রিকালে সে স্থান দিয়া গমন সঙ্কটযুক্ত ছিল । পরে তাহারা দ্বারের নিকটে উপস্থিত হইলে, “ মহোৎসাহ দ্বারে আঘাত করিল ; তাহাতে দ্বারপাল ডাকিয়া কহিল, কে তুমি ? পথপ্রদর্শক কহিল, আমি। এই কথা কহিবামাত্র দ্বারপাল তাহার স্বর জানিয়া তৎক্ষণাৎ নামিয়া আইল, যেহেতুক ঐ ° মহোৎসাহ পূৰ্ব্বে অনেক বার যাত্রিদেৱ পথপ্রদর্শক হইয়া আসিয়াছিল। পরে দ্বারপাল আসিয়া দ্বার মোচন করিয়া পশ্চাদবর্তি মাত্রিদিগের প্রতি দৃষ্টিপাত না করিয়া কেবল পথপ্রদর্শককে সম্মুখে দণ্ডায়মান দেখিয়া কছিল, হে - মহোৎসাহ মহাশয়, এ কি ? এত রাত্রিতে এ স্থানে কি নিমিত্তে আসিয়াছ ? তাহাতে সে কহিল, আমি এ স্থানে কতকগুলীন যাত্রী আনিয়াছি ; আমার প্রভুর আজ্ঞায় তাহার এ স্থানে রাত্রি প্রবাস করিবে। আর আমি ইহার অনেক ক্ষণ পুৰ্ব্বে পহুছিতাম, কিন্তু সিংহের সহকারি ঐ বৃহৎকায়কর্তৃক নিবারিত হওয়াতে তাহার সহিত অধিক কাল ঘোর সংগ্রাম করিতে হইল ; শেষে জামি তাহাকে বধ করিয়া নিরাপদে যাত্রিদিগকে এ স্থানে আনিয়াছি। দ্বারপাল জিজ্ঞাসা করিল, ভূমি কি প্রবিষ্ট হইয় প্রভাত পৰ্য্যন্ত থাকিব না? * মহোৎসাহ কছিল, না; এই রাত্রিতেই আমার প্রভুর নিকটে ফিরিয়! যাইব ।