পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > *、 রম্যপুরীতে যাত্রিদের প্রবেশ করণ । অপর • জাগরুক নামে ঐ দ্বারপাল - খ্ৰীষ্টীয়ানীকে তাহার দেশ ও জ্ঞাতি কুটুৰদের বিষয় জিজ্ঞাসা করিলে সে কছিল, আমি " ধ্বংসা নগরহইতে আসিয়াছি ; আমি বিধবা স্ত্রী ; আমার মৃত স্বামির নাম “ শ্রীষ্টীয়ান যাত্রী। তাহা শুনিয়া দ্বারী কহিল, বটে ? তুমি কি তাছার স্ত্রী? • শ্ৰীষ্টীয়ানী বলিল, ই, এবং ইছারা তাহার পুজ। পরে * করুণার প্রতি নিৰ্দেশ করিয়া কহিল, এই যুবতীও অামার স্বদেশীয় লোক । তাহাতে দ্বারপাল আপন নিয়মানুসারে ঘন্ট বাদ্য করিলে পর * নয়চিত্তা নায়ী এক কন্যা দ্বারে আসিয়া উপস্থিত হইল ; সেই কন্যাকে দ্বারপাল কহিল, ভিতরে যাইয়। বল, ৰে - খ্ৰীষ্টীয়ানের স্ত্রী - খ্ৰীষ্টীয়ানী ও ডাহার সন্তানেরা যাত্রী হইয়। এ স্থানে আসিয়াছে। তাছাতে । সেই কন্যা গৃহমধ্যে যাইয়া সম্বাদ জানাইলে তাঙ্কার মুখহইতে ঐ সমাচার নির্গত হইবামাত্র গৃহমধ্যে অতিশয় আনন্দধ্বনি হইল। - খ্ৰীষ্টীয়ানী তখনও দ্বারে দণ্ডায়মান থাকাতে গৃহস্থিত লোকের ত্বরায় নির্গত হইয়া দ্বারির নিকটে উপস্থিত হইল। অনস্তর তাহাদের মধ্যে যাহারা প্রবীণ, তাহার কছিল, হে “ শ্ৰীষ্টীয়ানি, গৃহমধ্যে আইস, হে সাধু পুরুষের ভাৰ্য্যে, হে ধন্য স্ত্রি, সৰ্ব্বসমভিব্যাহারে ভিতরে আইস । তাহাতে সে ভিতরে গেলে তাহার সঙ্গিনী ও সন্তানেরাও তাহার পশ্চাৎ ২ গমন করিল। ভিতরে প্রবিষ্ট হইলে গৃহের লোকেরা তাহাদিগকেঞ্চক প্রশস্থ কুঠরীতে লইয়া গিয়া তথায় উপবেশন করঞ্জেছিল উপবিষ্ট হইলে পর অতিৰ্বিদিগকে দেখিতেও গুছাদের ভ্যর্থনা করিত্বে গৃহের প্রধানের � ५ লের পরিচয় পাইয়াকুন পুৰ্ব্বক সম্ভাঞ্চকরন্স ৰছি*