পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম্যপুরীতে রাত্রিপ্রবাস। రి' ) ছে ঈশ্বরের অনুগ্রহপাত্রের, আইস ২, আমাদিগকে বন্ধু জানিয়া স্বচ্ছন্দে প্রবাস কর । তৎকালে রাত্রি অধিক হওয়াতে, এবং যুদ্ধ ও ভয়ঙ্কর সিংহ দর্শনে ভয়াত্রান্ত ও পথপৰ্য্যটনে অত্যন্ত পরিশ্রান্ত প্রযুক্ত যাত্রির শীঘ্ৰ শয়ন করিবার নিমিত্তে নিবেদন করিল। তাহাতে গৃহস্থের কছিল, না, না, অগ্ৰে কিঞ্চিৎ আহার করিয়া তৃপ্ত হও । কেননা দ্বারপাল পুৰ্ব্বে তোমাদের আগমন বার্তা শ্রবণ করিয়া গৃহমধ্যে সম্বাদ দেওয়াতে আমরা তোমাদের নিমিত্তে নিয়মিত যুষের সহিত এক মেষশাবক রন্ধন করিয়া রাখিয়াছি। পরে ভোজনানন্তর প্রার্থনা ও গীত সমাপ্ত হইলে তাহারা শয়ন করিতে চাহিল। এবং * খ্ৰীষ্টীয়ানী নিবেদন করিল, যদি অনুমতি কয়, তবে এক,কথা কহি ; আমার স্বামী এই বাটীর ষে কঠরীতে শয়ন করিয়াছিলেন, আমরা সেই ঘরে শয়ন করিতে বাসন করি । তাছাতে তাকারা সম্মত কইলে সকলে শয়ন করিতে গেল। পরে - খ্ৰীষ্টীয়ানী ও ককণা শয়ন করিয়া যথাযোগ্য বিষয়ের কথোপকথন করিতে লাগিল ।

  • খ্ৰীষ্টীয়ানী কছিল, আমার স্বামী যখন যাত্ৰী হইয়। গমন করিয়াছিলেন, তখন আমি যে তাকার অনুগামিনী কইব, এমত্ত সম্ভাবনার চিন্তা এক বারও আমার মনে প্রবিষ্ট কয় নাই।
  • করুণ কহিল, আর ভূমি বে এই কুঠরীতে তাহারই শব্যাতে শয়ন করিব, ইহাও বোধ কয় তোমার মনে হয় নাই ।
  • গ্ৰীষ্টীয়ানী পুনৰ্ব্বার কছিল, জয় জাৰি যে আনন্দে তাছার মুখ দর্শন করিব, ও তাহার সহিত তাহার প্রভু . রাজার সেবা করিখ, শ্ৰমত অনুমানও জামার ছিল না;

কিষ্ণই ক্ষণে জামি সে সকল প্রত্যাশা করি । 2避