পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N)$ B করুণার স্বপ্ন । ইতোমধ্যে * করুণ কহিল, চুপ ক্ষয়, শুন দেখি, এ কিসের ধ্বনি শুনা যাইতেছে ? ... • তাহীতে সে কছিল, বোধ হয় আমাদের আগমন জন্য আনন্দেতে বাদ্যধ্বনি হইতেছে। তাছার সখী কহিল, এ কি আশ্চৰ্য্য ! আমাদের আগমন জন্য আনন্দেতে খরের মধ্যে বাদ্য, এবং অন্তঃকরণের মধ্যে বাদ্য, এবং স্বর্গের মধ্যেও বাদ্য হইতেছে । এই রূপ কথাবার্তা করিতে ২ তাহারা নিদ্রীগত হইল । পরে প্রভাতে নিজা ভঙ্গ হইলে - খ্ৰীষ্টীয়ানী • করুথাকে কহিল, গত রাত্রিতে তুমি যে নিদ্রায় হাস্য করিয়াছিল, তাহার কারণ কি ? বোধ হয়, তুমি স্বপ্ন দেখিতেছিলা । -

  • করুণ। বলিল, হুঁ, আমি অতি সুখদায়ক স্বপ্ন দেখিয়াছি; কিন্তু আমি যে হাস্য করিয়াছিলাম, তাহা কি তুমি নিশ্চয় জান ? -
  • গ্ৰীষ্টীয়ানী কহিল, হুঁ, তুমি অতিশয় হাস্য করিয়াছিল। সে যাহা হউক, হে “ করুণে, তুমি কি স্বপ্ন দেখিয়াছিলা ? তাহা অামাকে বল ।

সে কছিল, তবে শুন, স্বপ্নেতে দেখিয়াছিলাম যেন কোন নিজম স্থানে আমি একাকিনী বসিয়া অামার অন্তঃকরণের কঠিনতার নিমিত্তে বিলাপ করিতেছিলাম । ক্ষণকাল পরেই এমত বোধ ছইল যে আমাকে iার কাকুক্তি শুনিতে অনেক লোক জামার চতুর্শ্বিকত্র হইল; কিন্তু আমি আপন অন্তঃকরণের লক্ষণ ধিয়ে ক্রমাগত বিলাপ করিতে ক্ষান্ত হইলাম না। তাছাড়ে তাহদের মধ্যে কেহ ২ জামাকে