পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করুণার স্বপ্ন । ৩২৫ দিগে চাহিয়৷ পক্ষযুক্ত এক ব্যক্তিকে আমার নিকটে অাসিতে দেখিলাম । তিনি সোজা পথে আমার নিকটে উপস্থিত হইয়া কহিলেন, হে * করুণে, তোমার কি দুঃখ হইস্বাছে ? তাছাতে আমি নিজ দুঃখের কথা তাহাকে শুনাইলে তিনি কছিলেন, তোমার কল্যাণ হউক। পরে রুমাল দিয়া আমার চক্ষুঙ্গল মুছিয়া স্বর্ণ রৌপ্য স্থত্রময় বস্ত্র পরিধান করাইয়া আমার গলায় হার ও কৰ্ণেতে কুণ্ডল ও মস্তকে রমণীয় মুকুট দিলেন। পরে আমার হস্ত ধরিয়া, ছে * করুণে, অামার পশ্চাদগামিনী হও, ইহা কহিয়া উৰ্দ্ধগামী হইলেন, আমিও তাছার পশ্চাদগমন করিয়া শেষে এক স্বর্ণময় দ্বারে আসিয়া উপস্থিত হইলাম পরে তিনি সেই দ্বারে আঘাত করিলে ভিতরের লোকেরা দ্বার মুক্ত করাতে তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন । আমিও তাহার পশ্চাৎ ২ ঘাইয়া এক সিংহাসনের নিকটে উপস্থিত হইলাম ; তাহাতে সেই সিংহাসনোপবিষ্ট ব্যক্তি আমাকে দেখিয়া কছিলেন, হে কন্যে, তোমার মঙ্গল হউক। ঐ স্থান নক্ষত্র কিম্ব স্থৰ্য্যের ন্যায় জ্যোতিৰ্ম্ময় দৃষ্ট হইল, এবং আমি যেন তোমার স্বামিকেও তথায় দেখিলাম । তাহাতে আমার স্বপ্নভঙ্গ হইল । কিন্তু আমি কি ছাসিয়াছিলাম ? :

  • খ্ৰীষ্টীয়ানী কহিল, হুঁ, তুমি হাসিয়াছিল, আপনাকে তেমন উত্তম স্থানে দেখিয়া, হাসিব না কেন ? আর আমি কহিতেছি, সে অতি শুভ স্বপ্ন ; এবং বোধ হয়, তুমি যেমন তাহার প্রথম ভাগ সত্য দেখিতেছ, তাহার শেষাংশও, তুঙ্গ সত্য দেখিবা । “ঈশ্বর এক বার কথা করেন . দ্বিতীয় বার কি তাহ স্পষ্ট করেন ন}}:রাত্রিকালে স্বপ্নদর্শনের সময়ে মনুস্কোঙ্কফুর্মুপ্তি: স্থৰস্থ ও শয্যাতে নিজ জঞ্জন কালে তিনি

2 E 2