পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3)' ) রম্যপুরীতে অবস্থিতি কর৭েগছা । তাহা করেন ।” অতএব শষ্যাগত সময়ে ঈশ্বরের সহিত কথোপকথন করণার্থে জাগ্রত থাকিবার আবশ্যক নাই । নিদ্রাগত সময়ে তিনি নিকটে উপস্থিত হইয় আপনার বাক্য অামাদিগকে শ্রবণ করাইতে পারেন। নিজ সময়েও অামাদের অন্তঃকরণ কখন ২ জাগ্রৎ থাকে ; তাহাতে বাক্য বা উপদেশ কিম্বা কোন চিহ্ন বা দৃষ্টান্তদ্বার। জাগ্রত ব্যক্তির ন্যায় আমাদের মনের সহিত ঈশ্বর স্বচ্ছন্দে কখোপকথন করিতে পুারেন। তাহাতে * করুণা কছিল, অামার স্বপ্নেতে আমি অানন্দিত হইয়াছি, এবং তাহার পরিণাম দেখিবার অাকাজক্ষা করিতেছি ; কেননা তাহ দেখিলে পুনরায় হাসিতে পারিব । 蕾 তখন - খ্ৰীষ্টীয়ানী কহিল, বুঝি আমাদের গাত্ৰোখান করিবার সময় হইল। আইস, আমরা উঠিয়৷ দেখি, অামাদিগকে কি করিতে হয় । ,

  • করুণ কহিল, বিনয় করি, ইহার যদি আমাদিগকে এ বাটীতে আরও কিছু দিন থাকিতে সাধ্যসাধন করে, তবে আমরা আনন্দ পুৰ্ব্বক সম্মতি প্রকাশ করি। আমি দেখিতে পাইতেছি, * পরিণামদর্শিনী ও * ধৰ্ম্মিষ্ঠ ও * প্রেমিকা এই তিনটি স্ত্রীলোক অতি মনোহারিণী ও সজ্জনা; অতএব এই স্থানে কিছু দিন থাকিয়৷ ইহাদের সহিত বিশ্বেস্বরূপে পরিচিত হইতে আমার বড় ইচ্ছা । * খ্ৰীষ্টীয়ানী উত্তর করিল, তাহারা কি করে, তাহ। দেখি : ' - -

পরে তাছারা গাত্রোথান করিয়া প্রস্তুত হইয়া নীচে নামিয়া আইলে তাহার সুখে রাত্রি যাপন করিয়া৭ছিল কি না, তাহা সকলে জিজ্ঞাসা করিতে লাগিল । , ुक्लाराष्ड "कङ्गथा करिण, आयाङ्ग उडयो निजी श्रेग्रा८श्,