পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাকুবের ধর্মশিক্ষার পরীক্ষা। రిసి శి যাবজ্জীবন ইছ অপেক্ষা সুখে রাত্রি প্রবাস আমার কখন হয় নাই । পরে "পরিণামদর্শিনী ও * ধৰ্ম্মিষ্ঠা কহিল, এই স্থানে কিছু দিন থাকিতে যদি তোমরা সম্মত হও, তবে এই ৰাষ্টীর আয়োজনানুসারে আমরা যথাশক্তি তোমাদের আতিথ্য করিব । * প্রেমিকাও কহিল, আমরা অতি প্রণয় পুৰ্ব্বক তোমাদিগকে রাখিব । তাহাতে তাহারা সম্মত হইয়া সু্যনাতিরেক এক মাস কাল তথায় প্রবাস করিলে সকলেই পরম্পরের . পরম হিতকারিণী হইয়া উঠিল । অপর * খ্ৰীষ্টীয়ানী আপন সন্তানদিগকে কি রূপ সুশিক্ষিত করিয়াছে, তাল জানিবার নিমিত্তে এক দিন * পরিণামদশিনী তাহাদিগকে প্রশ্ন করিতে বাসনা করিলে সে সস্তুষ্ট হইয়া অনুমতি দিল। তাহাতে ঐ স্ত্রী প্রথমে * ষাকুব নামে কনিষ্ঠ বালককে পশ্চাছুক্ত রূপে প্রশ্ন জিজ্ঞাসিতে লাগিল, ও হে যাকুব, বল দেখি, কে তোমাকে সৃষ্টি করিয়াছেন ?

  • যাকুব উত্তর করিল, পিতা পুত্র পবিত্র আত্মা স্বরূপ যে ঈশ্বর, তিনি আমাকে সৃষ্টি করিয়াছেন ।
  • পরিণামদশিনী কহিল, ভাল ২, তোমার পরিত্রাণকর্তা কে ? ইহাও কি তুমি কহিতে পার?

ঐ বালক উত্তর করিল, পিতা পুত্ৰ পবিত্র আত্মা স্বরূপ যে ঈশ্বর, তিনিই আমার ত্রাণকৰ্ত্তা। -

  • পরিণামদশিনী কহিল, ভাল কহিয়াছ। বল দেখি, পিতা ঈশ্বর কি প্রকারে তোমার ত্রাণকৰ্ত্তা হন ।
  • যাকুব কহিল, তাহার অনুগ্রহদ্বার। ঐ যুবতী পুনৰ্ব্বার জিজ্ঞাসিল, পুত্র ঈশ্বর কি প্রকারে ८ङोभाद्र जां★कर्डीं झन ? -

2 E 3