পাতা:যাত্রিকের গতি.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●為試* যুদ্ধকের ধর্মশিক্ষার পরীক্ষণ ।

  • বাকুব উত্তর দিল, তাহার পুণ্য ও মৃত্যু ও রজ:স্রাব ও জীবনদ্বার। - -
  • পরিণামদশিনী জায় বার জিজ্ঞাসিল, পবিত্র আত্মা ঈশ্বর কি রূপে তোমায় প্ৰাণকৰ্ত্তী ছম ? * 3:

ঐ বালক উত্তর করিল, জ্ঞানদান ও নূতন - দশন ও রক্ষা করণদ্বার। - - - বালকের মুখে এই সকল কখা শ্রবণ করিয়া • পরিনামদৰ্শিনী খীষ্টীয়ানীকে কহিল, তোমার সপ্তানদিগকে এতক্রপ সুশিক্ষিত করাতে তুমি প্রশংসনীয় হইয়াছ । কনিষ্ঠ বালক এরূপ সছুক্তর প্রদান করাতে উক্ত প্রশ্ন সকল অন্য তিন বালককে জিজ্ঞাসা করিবার আবশ্যক নাই, অতএব এই ক্ষণে তজ্যেষ্ঠ বালককে অন্য কোন কথা জিজ্ঞাসা করি । তাহাতে সে • বৃষক নামে তৃতীয় বালককে ভাকিয় কহিল, ছে বৃষক, তোমাকেও কোন প্রশ্ন জিজ্ঞাসা করিব, ইছাভে সম্মত আছ ? & -

  • যুষক কহিল, হুঁ, অবশ্য সম্মত আছি। তখন * পরিণামদৰ্শিনী জিজ্ঞাস করিল, কই দেখি, মনুষ্য কাহাকে বল ? - - - • * *

• মূৰক উত্তর করিল, মনুষ্য বিবেক্ৰশক্তি বিশিষ্ট প্রাণী। আমার জাত ৰেমন কছিল, সেই নিয়মানুসারে ঈশ্বর তাহার সৃষ্টি করিয়াছেন । . . . . ঐ স্ত্রী পুনশ্চ জিজ্ঞাসিল, পরিত্রাণ শব্দ গুনিলে কি अनूमान शग्न ? - - o * *

  • বুৰফ কহিল, এই অনুমান হয়, যে মনুষ্য পাপম্বারা আপনাকে বন্দী ও দুঃখপ্রস্ত করিয়াছে ,
  • পরিণামদর্শিনী তখন জিজ্ঞাসিল, প্ররমেশ্বর ভাছার পরিত্রাণ হয়, ইছা শুনিলে কি অনুমান হয় ? ' '