পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবস্থানুগতের বাসস্থান । ^ వ বিয়া শেষে বিবেচনা করিয়া কহিল, এ মহাশয় যাহা কহিতেছেন ইহা যদি সত্য হয়, তবে ইহঁারি পরামর্শে চলা ভাল বটে। অতএব সে এই রূপ কথা জিজ্ঞাসা করিতে লাগিল, হে মহাশয়, সে উত্তম মনুষ্যের বাটীতে কোন পথ দিয়া যাইব ? তাহাতে * সাংসারিকবুদ্ধি কহিল, ঐ উচ্চ পৰ্ব্বত দেখিতে পাইতেছ কি না ?

  • খ্ৰীষ্টীয়ান কহিল, হাঁ, স্পষ্ট দেখিতে পাইতেছি। তখন * সাংসারিকবুদ্ধি কহিল, তোমার ঐ পৰ্ব্বতের উপর দিয়া যাইতে হইবে ; তাহাতে প্রথমে যে বাটীতে উপস্থিত হইবা, সেই বাটী তাহার জানিবা ।

অনন্তর - খ্ৰীষ্টীয়ান সেই * ব্যবস্থানুগত মহাশয়ের বাটীতে যাইবার জন্যে পুর্বের পথ পরিত্যাগ করিয়া ক্রমে২ ঐ পৰ্ব্বতের নিকটে গিয়া উপস্থিত হইল ; কিন্তু সে পৰ্ব্বত অতিশয় উচ্চ, এবং পথের পাশ্বহইতে এক কালে সমানরূপে দণ্ডায়মান প্রযুক্ত কি জানি, পাছে ইহা অামার মস্তকের উপরে পড়ে, এই ভয়েতে ভীত হইয়৷ * খ্ৰীষ্টীয়ান তাহার নিকটে যাইতে পারিল না, এবং সেই স্থানে কিছু কাল দাড়াইয়া, কি করা কর্তব্য তাহাও কিছু স্থির করিতে পারিল না। আর পুৰ্ব্বপথে থাকনের সময় অপেক্ষা তখন ঐ বোঝা উত্তরোত্তর ভারী বোধ হওয়াতে এবং ঐ পৰ্ব্বতহইতে ঝলকে ২ অগ্নিশিখা নির্গত হওয়াতে খ্ৰীষ্টীয়ান ভাবিল, আঃ ! এই বার বুঝি অামি অগ্নিতে ভস্ম হইলাম ! এ কথা কহিয়া ঐ স্থানে ঘৰ্ম্মাক্ত হইয়া ভয়েতে থর ২ করিয়া কঁাপিতে লাগিল, আর আমি কেন • সাংসারিকবুদ্ধি মহাশয়ের মন্ত্রণাতে চলিলাম ? ইহা বলিয়া অত্যন্ত খেদ করিতে লাগিল । ইতোমধ্যে তাহার সহিত সাক্ষাৎ করিতে * মঙ্গল