পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিমুয়েলের ধর্মশিক্ষার পরীক্ষা। N HA তাহাতে • বৃষষ্ণ এই উত্তর দিল, ইহা অনুমান হয় যে পাপ এমত বলবান দুরাত্মা, যে তাহার হস্তহইতে মনু ষ্যকে উদ্ধার করিতে পরমেশ্বর ব্যতিরেকে কেহই পারে না; এবং পরমেশ্বরও মনুষ্যের এমত শুভাকাঙক্ষী ও দয়াশীল, যে তিনি তাহাক্ষে ঐ দুঃখাৰস্থাছইতে উদ্ধার করেন। * পরিণামদৰ্শিনী পুনৰ্ব্বার কহিল, ঈশ্বর কি নিমিত্তে দামহীন মনুষ্যদিগকে পরিত্রাথ করেন ? ° সূৰ্যক্ষ কহিল, আপন নাম ও অনুগ্রহ ও স্বাখার্থ্যগুণের গৌরব প্রকাশ করিবার নিমিত্তে, এবং আপনার সৃষ্ট প্রাণিকে অনন্ত সুখ দিবার নিমিত্তে । পরে সে জিজ্ঞাসিল, কহ দেখি, কোন ২ লোক পরিত্রাপ পাইবে ? - ° সূৰ্যক উত্তর করিল, যাহারা তাহার কৃত পরিত্রাণ গ্রাহ্য করে, তাহারাই পরিত্রাণ পাইবে । তাহার এই সকল উত্তর শুনিয়1 * পরিণামদৰ্শিনী সন্তুষ্ট হইয়া কহিল, ভালু, • ষষ্ণ, তোমার মাত৷ তোমাকে উত্তম শিক্ষা দিয়াছেন, এবং তুমিও মনোযোগ পুৰ্ব্বক তাহার বাক্য শ্রবণ করিয়াছ । পরে • পরিণামদৰ্শিনী • শিমুয়েল নামে দ্বিতীয় বালককে কছিল, হে শিমুয়েল, আমি তোমাকেও কিছু জিজ্ঞাসা করিতে চাহি; ইহাতে ভূমি সম্মত আছ কি না? , - শিমুয়েল কহিল, হুঁ, আপনি জিজ্ঞাস করুন ; অবশ্য তখন সে জিজ্ঞাসা করিল, স্বৰ্গ কি ? * শিমুয়েল কহিল, স্বৰ্গ পরম সুখের স্থান ও অবস্থা; তৎপরে সে জিজ্ঞান্সিল, ময়ক কি ? - *শিমুয়েল কছিল, নরক অতি ভয়ানক দুঃখের স্থান