পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*৩২৩ शशिझ थ¥णिश्चकांश viङ्गीघ्ररू । ও অবস্থা; যেহেতুক পাপ ও শয়তান ও মৃত্যু, ইছারা তাহাতেই থাকে । - - পরে পরিণামদৰ্শিনী জিজ্ঞাসা করিল, ভূমি স্বর্গে যাইতে চাহ কেন ? ' . •

  • শিমুয়েল কছিল, পরমেশ্বরের দর্শন পাইয়। অক্ষাস্ত মনে তাহার সেবা করিতে, এবং খ্রীষ্টের দর্শন পাইয়া নিরন্তর তাহাকে প্রেম করিতে, এবং ইহলোকে অপ্রাপ্য যে পবিত্র আত্মার পূর্ণতা, তাহ অন্তঃকরণে ভোগ করিতে আমার বাঞ্ছা আছে । -

তাহাতে সে কছিল, তুমিও অত্যুত্তম বালক, এবং উত্তম রূপে শিক্ষা করিয়াছ । তদনন্তর * পরিণামদর্শিনী * মথি নামক জ্যেষ্ঠ বালককে ডাকিয়া কহিল, হে * মথি, তোমাকেও কোন ধৰ্ম্মকথা কি জিজ্ঞাসা করিব ?

  • মথি কহিল, হা, জিজ্ঞাসা করুন; আমি সম্মত আছি। তাহাতে সে বলিল, বল দেখি, ঈশ্বরের পুৰ্ব্বে কিছু ছিল কি না ?
  • মথি উত্তর করিল, না, যেহেতুক ঈশ্বর অনাদি ও অনন্ত । সৃষ্টির প্রথম দিনের পূর্বে তিনি ব্যতিরেকে কিছুই ছিল না। পরমেশ্বরই ছয় দিবসে আকাশ ও পৃথিবী ও সমুদ্র ও তন্মধ্যস্থ তাবৎ বস্তুর সৃষ্টি করিয়াছিলেন । - 鹼 পরে • পরিণামদশিনী জিজ্ঞাসিল, ধৰ্ম্মপুস্তকের বিষয়ে ভূমি কি বিবেচনা কর ?
  • মখি কহিল, ধৰ্ম্মপুস্তক ঈশ্বরের পবিত্র বাক্য । সে পুনৰ্ব্বার জিজ্ঞাসিল, তাহার মধ্যে তুমি যাহা বুঝিতে পার না, এমত কোন কথা অাছে কি না ? ' * মখি কহিল, ই, এমত অনেক কথা আছে ।