পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিণামদশিনীর ছিতোপদেশ । ర్చి' তখন সে কহিল, এমত বোধগম্য কথা পাইলে তুমি কি কর? - মথি কছিল, আমি তখন এই বিবেচনা করি যে অামা অপেক্ষা পরমেশ্বর জ্ঞানী । এবং তন্মধ্যে লিখিত যে ২ কথা আমার হিতজনক, তিনি তাহা অামাকে বুঝাইয়া দিউন, এমত প্রার্থনাও করিয়া থাকি । - পরে সে জিজ্ঞাসিল, পুনরুথান বিষয়ে তোমার কি রূপ বিশ্বাস ? : - -

  • মথি উত্তর করিল, কবরস্থ সকলে উঠিবে, কিন্তু নশ্বরাবস্থায় উঠিবে না ; আমার এই বিশ্বাসের দুই কারণ আছে ; প্রথম, ঈশ্বরের অঙ্গীকার ; দ্বিতীয়, অাপন অঙ্গীকার পালনে তাহার সামর্থ্য।

অপর * পরিণামদর্শিনী বালকদিগকে কহিল, ইহার পরেও মাতার বাক্যে তোমাদের মনোযোগ করা উচিত, তিনি তোমাদিগকে আরও শিক্ষা দিতে পারেন । এবং অন্য ধাৰ্ম্মিক লোকদের ৰুে উত্তম কথোপকথন শ্রবণ কর, তাহাও মনোযোগ করিয়া শিক্ষা কর ; যেহেতুক তোমাদের হিতের নিমিত্তেই তাহার। সেই কথোপকথন করে । আর আকাশমণ্ডল ও পৃথিৰীহইতে যে সকল শিক্ষা পাওয়া যায়, তাছাতেও মনোযোগী হও । অধিকন্তু যে গ্রন্থ , তোমাদের পিতার যাত্রাতে প্রবৃত্তি জন্মাইয়াছিল, সেই গ্রন্থের কথা বিশেষরূপে বিবেচনা পুৰ্ব্বক অভ্যাস কর । হে বালকেরা, তোমরা এই. বাটীতে যত দিন থাকিবা, তুত দিন আমিও তোমাদিগকে সাধ্যানুসারে শিক্ষা দিতে জুটি করিব না, এবং পারমার্থিক বিষয়ে তোমরা আমার নিকটে প্রশ্ন করিলে অামি সন্তুষ্ট হইব ।