পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*》发表 করুণা ও অভঙ্গু । - ৬ অধ্যায় { - অনন্তর সেই স্থানে যাত্রিরা এক সপ্তাহ কাল বাস করিলে পরে এক ব্যক্তি * করুণার সহিত সাক্ষাৎ করিতে আসিয়া তাহার প্রতি প্রেম দেখাইতে লাগিল ; তাহার নাম * অতন্দ্র। সে ভজযন্তান, এবং ধৰ্ম্মেতে প্রবৃত্তি দেখাইল বটে, কিন্তু বাস্তবিক সংসারাসক্ত লোক । ঐ ব্যক্তি জুই তিন যার আগমনানন্তর *করুণার সহিত বিবাহের প্রসঙ্গ উপস্থিত করিল ; কারণ * করুণ অক্তি সুন্দরী ও মুগ্ধকরিণী ছিল, এবং তাছার মন সৰ্ব্বদাই কাৰ্য্যেতে নিবিষ্ট থাকিত । যখন আপনার কোন কৰ্ম্ম থাকিত না, তখম সে দীনহীন লোকদিগকে দান করিবার নিমিত্তে বস্ত্রাদি সেলাই করিত। কিন্তু * করুণা আপন নিৰ্ম্মিত বস্তুদি লইয়া কি করে, তাহ ঐ * অতন্দ্র জানিতে পারিল না । অতএব তাহাকে সৰ্ব্বদা শ্রমশীলা দেখাতে , অতি সন্তুষ্ট হইয়া মনে ২ ভাবিল, এই স্ত্রী অতি উত্তম গৃহিণী হইতে পারবে। - অপর • করুণা তদৃগৃহবামিনী কন্যাদিগকে * অতন্দ্রের অভিপ্রায় অবগত করাইয় তাহার পরিচয় জিজ্ঞাসিল, যেহেতুক তাহারা তাহার ৰিষয় অধিক জানিত । তাহাতে তাহার কহিল, ঐ যুব ব্যক্তি, অতিশয় কৰ্ম্মিষ্ঠ বটে, এবং ধৰ্ম্ম বিষয়ক যত্নও স্বীকার করে, কিন্তু বোধ হয় ধৰ্ম্মের গুণ তাহার অন্তরে বদ্ধমুল হয় নাই। তাহাতে : করুণ কছিল, এমত যদি হয়, তবে আমি তাহার মুখপানে আর দৃষ্টিপাত করিব না। আমি কোম সঞ্চত আমার আত্মার প্রতিবন্ধক রাখিব না, এমত্ব এই কথা শুনিয়। * পরিণামদুর্শিনী কছিল, তাহাকে নিবৃত্ত করা বড় কঠিন নয়। তুমি এখন যে রূপ করিতেছ,