পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করুণা ও অন্তর্দু। ぐ)、● দরিদ্রদের প্রতি সেই রূপ দয়া করিতে যদি ক্লান্ত" না হও, তবে তাঙ্গায় উৎসাহ ত্বরায় শিথিল হইবে । অনন্তর ঐ * অতন্দ্র পুনৰ্ব্বার উপস্থিত হইয়1° করুণাকে পুৰ্ব্ববৎ দরিদ্রদের নিমিত্তে বস্ত্রাদি নিৰ্ম্মাণ করণে ব্যস্ত। দেখিয়া কহিল, সৰ্ব্বদাই কার্য্যেতে রত থাকিব ? সে কহিল, ই, আপনার বা পরের নিমিত্তেই হউক, আমি কাৰ্য্য করিতে বড় ভাল বাসি । * অতজ্ঞ জিজ্ঞাসা করিল, ইহাতে প্রতিদিন তোমার কত লাভ হয় ? * করুণ উত্তর করিল, সৎক্রিয়ারূপ ধনে ধনী হইতে, এবং সত্য জীবন পাইবার নিমিত্তে পরকালের জন্যে উত্তম নিধি সঞ্চয় করিতে আমার বাঞ্ছ। অাছে, এই জন্যে এ সমস্ত কাৰ্য্য করিয়া থাকি । তাহাতে সে পুনঃ জিজ্ঞাসা করিল, এই সমস্ত বস্ত্রাদি ভূমি কি কর? অনুগ্রহ করিয়া বল ।

  • করুণা কহিল, উলঙ্গদিগকে পরিধান করাই । এই কথা শুনিবামাত্র “ অতন্দ্রের মুখ ৰিবৰ্ণ হইল, এবং তদবধি সে তাহার নিকটে জাসিতে ক্ষান্ত হইল । পরে অন্য কেহ তাছার কারণ জিজ্ঞাসিলে সে উত্তর করিল,

• করুণ অতি সুন্দরী বটে, কিন্তু বাধাজনক নিয়ম প্রযুক্ত তাহাকে বিবাহ করিতে চাহিনী । - অনন্তর সে * করুণাকে ত্যাগ করিলে পরে পরিণামদশিনী কহিল, আমি কি কহি নাই, যে ঐ * অজস্র তোমাকে শীঘ্ৰ ত্যাগ করিয়া খাইবে? তাছা কেবল নয় ; সে এখন যাইয়া তোমার দুর্নাম রটাইবে। যেহেতুক সে যদ্যপি ধৰ্ম্মানুরাগ এবং • করুণার প্রতি গ্ৰীতি প্রকাশ করে, তথাপি তাছার স্বভাব ও করুণার স্বভাব এমত ভিন্ন, যে তাহাদের সম্মিলন হইবার সম্ভাবনা অামি দেখি ন৷৷

  • করুণ কছিল, যদ্যপি অামি কাহাকেও এ কথা কহি