পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ኟ8 বিবাহ বিষয়ক করুণায় মনস্থ । নাই, তথাপি ইহার পুর্বে সম্মত হইলে আমি স্বামী পাইতে পারিতাম। কিন্তু যাহারা আমাকে চাহিয়াছিল, তাহারা সকলে আমার রূপকে নিৰ্দ্দোষ জ্ঞান করিলেও অামার বিবাহসম্বন্ধীয় নিয়মে অসন্তুষ্ট ছিল, এই কারণ অামার সহিত তাছাদের মিলন হইল না। পরে * পরিণামদশিনী কহিল, এই কালে অনেকে করুণার মৌখিক প্রশংসা করে, কিন্তু তোমার নিয়মেতে প্রকাশিত করুণার কৰ্ম্ম অত্যম্প লোক সহ্য করিতে পারে । তাহাতে * করুণা কহিল, ভাল, অামাকে যদি কেহ গ্রহণ না করে, তবে যাবজ্জীবন অম্বুঢ়া থাকিব, আমার নিয়মই আমার স্বামিস্বরূপ হইবে ; যেহেতুক আমি আপন স্বভাবের অন্যথা করিতে পারি না । অামার স্বভাবের বিপরীতাচারি কোন ব্যক্তিকে জীবন থাকিতে কখন গ্রহণ করিব না । * দানশীল নামী অামার এক ভগিনী ছিল, এই রূপ ক্ষুদ্রপ্রাণ কোন লোকের সহিত তাহার বিবাহ হওয়াতে তাহারা উভয়ে কোন মতে মেল রাখিতে পারিল না। আমার ভগিনী আপন রীত্যনুসারে কার্য্য করিতে, অর্থাৎ পুৰ্ব্ববৎ দুঃখি লোকদের প্রতি দয়া করিতে মনস্থ করিলে তাহার স্বামী প্রথমতঃ হটেতে গিয়া তাহার অপব্যয়িতা ঘোষণা করায়, শেষে বাটীহইতে তাহাকে বাহির করিয়া দেয় । • পরিণামদশিনী কহিল, কেমন? সে পুরুষ আপনাকে কি ধাৰ্ম্মিকরূপে প্রকাশ করিত না?

  • করুণা কছিল, হুঁ, সে ঘেমনতেমন ধাৰ্ম্মিক ছিল। তেমন লোকেতে এই ক্ষণে জগৎ পরিপুর্ণ অাছে; কিন্তু সেই প্রকার ধাৰ্ম্মিক লোকে আমার প্রয়োজন নাই।

ইতোমধ্যে মথি নামে “ শ্ৰীষ্টীয়ানীর জ্যেষ্ঠ পুত্ৰ পী