পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মথির আরোগ্যপ্রাপ্তি । OR) বালক কহিল, ও ঔষধ খাইতে আমার ঘৃণা জন্মে। তখন তাহার মাত কছিল, ও কথা অামি শুনিব না ; তোমাকে খাইতে হইবে। বালক কহিল, খাইলে তাহা বমি করিয়া ফেলিব। তাহ শুনিয়া - খ্ৰীষ্টীয়ানী চিকিৎসককে জিজ্ঞাসা করিল, হে মহাশয়, এ ঔষধের স্বাদ কেমন ? সে কছিল, ইহার আস্বাদ মুন্দ নয়, অনায়াসে খাওয়া যায়। তখন তাহার মাতা একটী বড়ি লইয়। জিহ্বার অগ্ৰে দিয়া কহিল, হে * মথি, এ ঔষধ মধুহইতেও মিষ্ট ; অতএব যদি তুমি আমাকে ও তোমার ভ্ৰাতৃদিগকে এবং এই * করুণাকে ও আপন প্রাণকে প্রিয় জ্ঞান কর, তবে ইহা খাও । এই রূপ অনেক কষ্টের পরে এবং তদ্ভক্ষণে ঈশ্বরের আশীৰ্ব্বাদ প্রার্থনা করণানন্তর সে তাঙ্ক। থাইলে অবিলম্বে তাহার উপকার দশিল । ফলতঃ ঐ ঔষধেতে তাহার উত্তমরূপ রেচন হওয়াতে সে সুস্থির হইয়া নিদ্রা গেল। পরে গাত্র তপ্ত হইয়া ঘৰ্ম্ম নির্গত হইলে সে শূলব্যথাহইতে মুক্ত হইল। এই রূপে অম্প কালের পরে ঐ বালক গাত্ৰোথান করিয়া ষষ্টি ধরিয়া গৃহমধ্যে পাদচারি করিতে ২ * পরিণামদশিনী ও * ধৰ্ম্মিষ্ঠা ও * প্রেমিকার সহিত কথোপকথন করিয়া আপন পীড়া ও তৎশান্তির বিষয় তাহাদিগকে বর্ণনা করিয়া কহিল । , অনন্তর ঐ বালক সুস্থ হইলে পর শ্ৰীষ্টীয়ানী চিকিৎসককে জিজ্ঞাসা করিল, ছে মহাশয়, আঙ্গার ও অামার বালকের নিমিত্তে আপনকার যে পরিশ্রম ও ক্লেশ হই• য়াছে, তজ্জন্যে মহাশয়কে কি দিয়া সন্তুষ্ট করিব ? সে উত্তর করিল, অামাৰুে কিছু দিতে হইবে না ; কিন্তু ইহার নিরূপিত নিয়মানুসারে বৈদ্যবর্গের অধ্যক্ষকে যাহা দিতে হয় তাহা দিবা । - 2 и 2