পাতা:যাত্রিকের গতি.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е মঙ্গঙ্গব্যঙ্গকের সহিত সাক্ষাৎ । ব্যঞ্জককে আসিতে দেখিয়া লজ্জাপ্রযুক্ত * খ্ৰীষ্টীয়ানের আকার বিবর্ণ হইল । পরে * মঙ্গলব্যঞ্জক তাহার প্রতি ভয়ঙ্কর দৃষ্টিপাত করিয়া - খ্ৰীষ্টীয়ানকে এই রূপ অনুযোগ পূৰ্ব্বক পরামর্শ দিতে লাগিলেন, হে খ্ৰীষ্টীয়ান, তুমি এ স্থানে দাড়াইয়া কি করিতেছ ? এই কথা * মঙ্গলব্যঞ্জক জিজ্ঞাসা করিলে * খ্ৰীষ্টীয়ান কি উত্তর করিবে, তাহ ন৷ বুঝাতে চুপ করিয়া রহিল। তাহাতে "মঙ্গলব্যঞ্জক পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিলেন, সেই * ধ্বংস্যনগরের প্রাচীরের বাহিরে দাড়াইয়া রোদন করিতেছিল, এমন যে মনুষ্যের সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল, তুমি কি সে মনুষ্য নহ ? * খ্ৰীষ্টীয়ান কহিল, ই মহাশয়, আমি সেই বটি। * মঙ্গলব্যঞ্জক কহিলেন, আমি তোমাকে ঐ ক্ষুদ্র দ্বারে যাইতে কহিয়াছিলাম কি না ?

  • খ্ৰীষ্টীয়ান কহিল, হা মহাশয়, কহিয়াছিলেন বটে। তাহাতে মঙ্গলব্যঞ্চক জিজ্ঞাসিলেন, তবে তোমাকে এত শীঘ্র সে পথের বহির্গত হইয়া দাড়াইতে দেখিতেছি, ইহার কারণ কি ?

"ীষ্টীয়ান কহিল, হে মহাশয়, নৈরাশ্যপক পার হইবামাত্র এক জন মহল্লোকের সহিত আমার সাক্ষাৎ হইলে তিনি কহিলেন, অগ্রস্থিত গ্রামে গেলে, যিনি তোমার বোঝা নামাইতে পারেন, এমন এক জন মনুষ্যকে সেখানে পাইবা ।

  • মঙ্গলব্যঞ্চক জিজ্ঞাসিলেন, সে কি প্রকার লোক ? * খ্ৰীষ্টীয়ান কহিল, সে ব্যক্তিকে এক জন বিশিষ্ট লোকের ন্যায় দেখিলাম । তিনি অামার সহিত অনেক ২ কথাবার্তা কহিলে আমার মন তাহার কথাতে পরাজিত হওয়াতে আমি এদিগে যাইতেছিলাম, কিন্তু শেষে এই পথের পাশ্বে দণ্ডায়মান পৰ্ব্বতকে দেখিয়া, পাছে