পাতা:যাত্রিকের গতি.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রস্থানার্থে প্রজ্জত হওন। NV A অপর • মথি জিজ্ঞাসিল, পেলিকৰ নামক বক স্বচক্ষুদ্বারা অাপম বক্ষঃস্থল বিদীর্ণ করে কেন ?

  • পরিণামদশিনী উত্তর করিল, আত্ম রক্তদ্বারা অাপন শাষকদিগকে প্রতিপালন করগার্থে সে বক্ষঃস্থল বিদীর্ণ করে। তন্থার আমাদের জ্ঞাতব্য এই যে পরমকারুণিক গ্ৰীষ্ট আত্মবৎসস্বরূপ প্ৰজাগণকে এমত স্নেহ করেন, বে আপন রক্ত দিয়া তাহাদিগকে মৃত্যুহইতে রক্ষা করেন । -

পরে মথি জিজ্ঞাসিল, কুকুটের ডাক শ্রবণে আমাদের শিক্ষিতব্য কি ?

  • পরিণামদশিনী কহিল, তদ্বারা পিতরের পাপ ও তাহার অনুতাপ স্মরণ কর। কৰ্ত্তব্য। তম্ভিন্ন কুকুটের ডাকদ্বারা আমরা জানিতে পাই যে দিবস সন্নিকট কইতেছে, অতএব কুকুটের ভাকেতে অন্তিম অথচ মহাভয়ঙ্কর বিচার দিবস তোমার স্মরণে আইসুক ।

অপর তাহাদের প্রবাসের এক মাস সম্পূর্ণ হওয়াতে যাত্রির গৃহবাসিগণকে জানাইল, এই ক্ষণে আমাদের এ স্থানস্থাইতে প্রস্থান করিবার সময় হইয়াছে । তাহাতে • বৃষফ আপন মাতাকে কহিল, হে মাতঃ, মহোৎসাহ মহাশয় শেষ পর্য্যন্ত আমাদের সঙ্গে পথপ্রদর্শক হইয়1 যেন যান, এমত প্রার্থনা করশার্থে * অর্থকারকের নিকটে লোক পাঠান কি উচিত নয়, ? তাহাভে - খ্ৰীষ্টীয়ানী উত্তর করিল, হে বৎস, ভাল কহিয়াছ, আমি ও কথা প্রায় বিস্মৃত হইয়াছিলাম। ইহা বলিয়। সে এক অনবেদনপত্র লিখিয়৷ * জাগরূক মামে দ্বারপালের হস্তে দিয়া নিবেদন করিল, আপনি এই পত্র খানি কোন উপযুক্ত লোকদ্বারা আমার পরম হিতকারি * অর্থকারক মহাশয়ের নিকটে পাঠাইয়। দি