পাতা:যাত্রিকের গতি.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইব্রাহীমের যজ্ঞবেদি , , - లిరిని দর্শন ! এ স্থলে উচ্ছাদিগকে আরও কিঞ্চিৎ কাল বিলম্ব করিতে বল। তাছাতে তাঙ্কার পুনৰ্ব্বার ফিরিয়া, দণ্ডায়মান কইয়া সেই মনোহর দর্শনে নিবিষ্টচিত্ত হইয়৷ রহিল । পরে তাছায় তাহাদিগকে আর এক স্থানে লইয়া গিয়া তথায় টাঙ্গান এক স্বর্ণ লঙ্গর দেখাইয়। * খ্ৰীষ্টীয়ালীকে তাছা নামাইতে বলিয়া কহিল, এই লঙ্গর তোমাদিগকে সঙ্গে করিয়া লইয়া ষাইতে_হইবে ; যেহেতুক ঝড় বৃষ্টির সময় উপস্থিত ੇ ব্যবধান বস্ত্রের অভ্যস্তরে প্রবিষ্ট হইয়। তোমাদিগকে সুস্তির রাখিখার নিমিত্তে তোমাদের প্রয়োজনীয় হইবে । তাছাতে তাছারা তাঙ্ক লইয়া আহ্নাদিত হইল । অপর আমাদের পিতা * ইব্রাহীম যে পৰ্ব্বতোপরি আপন পুত্র - ইসহাককে বলিরূপে উৎসর্গ করিতে উদ্যত হইয়াছিলেন, সেই পৰ্ব্বতে লইয়া যাইয়া তাকার সেই যজ্ঞবেদি ও কাষ্ঠ ও অগ্নি ও ছুরিকাদি দেখাইল , যেহেতুক ঐ সকল অদ্যাপি বর্তমান আছে । তাহা দেখিয়া যাত্রিরা আহলাদে হস্ত তুলিয়া আপনাদের পরম সৌভাগ্য মানিয়া কহিতে লাগিল, আহা ! প্রভুর প্রতি প্রেম ও ইন্দ্রিয় দমন বিষয়ে ইব্রাহীম কি চমৎকার মনুষ্য ছিলেন ! ঐ সমস্ত বিষয় দেখাইলে পরে যেখানে এক উত্তম বাদ্য যন্ত্র ছিল; এমত কোন বৈঠকখানায় * পরিণামদশিনী তাহাদিগকে লইয়। গিয়া যন্ত্রে বাদ্য করণ পূর্বক পুৰ্ব্ব দৃষ্ট বস্তু বিষয়ক এই গীত রচনা করিয়া গান করিতে লাগিল ; যথা, * .ت l .' হবার ভক্ষিত্ত ফল করিলে দর্শন । সে বিষয়ে সাবধান হবে প্রতিক্ষণ ॥ যাকুবের সোপান দেখিলে বিলক্ষণ । যদুপরি দূতগণ করে আরোহণ ॥