পাতা:যাত্রিকের গতি.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩৪ মহোৎলাছের আঙ্গিমন । সুবৰ্ণ লঙ্গর পাইয়াছ তোমা সবে । , প্রচুর হইল ইথে মনে ন ভাবিৰে । আপনার বহু মুল্য ষে দ্রষ্য হইবে।” ইব্রাহীমের মত তা উৎসর্গ করিত্রে ॥ অপর ঐ সময়ে কোন ব্যক্তি দ্বারেতে আঘাত করিলে ৰায়পাল দ্বার মুক্ত করিয়া দেখিল, যে “ মহোৎসাহ আমিয়া দাড়াষ্ট্র অাছে। পরে সে ভিতরে গেলে তাস্থার দর্শনে ,কলের ষে আনন্দ হইল, তাছা কি কহিব ? যেহেতুক পূর্বে সে যে প্রকারে • উগ্রীকার রক্তপাতী নামক বৃহৎকায় বৃদ্ধকে হনন করিয়া সিংহের মুখহইতে তাহাদিগকে মুক্ত করিয়াছিল, - তাছা তখন তাহাদের মনে পুনর্বার উদয় হইল । অনন্তর ° মহোৎসাহ * খ্ৰীষ্টীয়ানী ও * করুণাকে সম্বোধন করিয়া কহিল, তোমাদের পাথেয় দ্রব্যের নিমিত্তে আমার প্রভু তোমাদের দুই জনকে এক ২ শিশি ভ্রাক্ষারস ও কিঞ্চিৎ ভজিত শস্য ও দুইটী দাড়িম্ব দিয়াছেন, এবং বালকদিগের নিমিত্তে কত্তক গুলীন ডুমুর ও দ্রাক্ষাফল পাঠাইয়া দিয়াছেন । - - অপর তাহারা যাইবার উপক্রম করিলে * পরিণামদশিনী ও * ধৰ্ম্মিষ্ঠ। তাছাদের সমভিব্যাহারে কিঞ্চিৎ দূরে যাইতে স্থির করিল। অনন্তর দ্বারে উপস্থিত হইলে - খ্ৰীষ্টীয়ানী দ্বারপালকে জিজ্ঞাস করিল, ইহার মধ্যে কি কেহ এ স্থান দিয়া গিয়াছে ? দ্বারপাল কহিল, না, ইহার মধ্যে এমত কেহই ষায় নাই ; কিন্তু কতক দিন হইল, এক জন এই পথ দিয়া আসিয়া আমাকে কহিয়াছিল, যে অলপ দিন হইল এই রাজপথের মধ্যে এক মহ ডাকাইতি হইয়াছিল; কিন্তু সমুদিল ধরা পড়িয়াছে, এবং তাহাদের , প্রাণদণ্ড বিষয়ক : বিচার শীঘ্র