পাতা:যাত্রিকের গতি.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম্য পুরীহষ্টতে প্রস্থান করণ । ○○○ হইবে। এই কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ানী ও • করুণ ভীত। হইল ; কিন্তু * মথি কহিল, হে মাতঃ, ষাবৎ * মহোৎসাহ মহাশয় পথপ্রদর্শক হইয়া আমাদের সহিত গমন করেন, তাবৎ আমাদের কিছুমাত্র ভয় নাই। - পরে - খ্ৰীষ্টীয়ানী দ্বারপালকে কহিল, হে মহাশয়, যদবধি আমি এই স্থানে পহুছিয়াছি, তদবধি আপনি অামার যে উপকার করিয়াছেন, বিশেষতঃ জুনমার সন্তানদের প্রতি যে সকল অনুগ্রহ প্রকাশ করিয়াছেন, তন্নিমিত্তে আমি আপনকার নিকটে অতিশয় বাধিত হইলাম । আমি কি দিয়া আপনকার প্রভূপকার করি, তাহ দেখিতে পাই না ; অতএব আপনকার মর্য্যাদা স্বরূপ এই যৎকিঞ্চিৎ গ্রহণ করুন । ইহা কহিয়া এক স্বর্ণমুদ্র তাহার হস্তে দিলে দ্বারপাল * খ্ৰীষ্টীয়ানীকে প্রণাম করিয়া কহিল, তোমার বস্ত্র সর্বদা শুক্ল হউক, ও তোমার মস্তকে তৈলের অকুলান না হউক। আর * করুণ ন। মরিয়া চিরজীবিনী হউক, এবং তাহার সৎক্রিয়া অগপসংখ্যক না হউক । সে বালকগণকেও কহিল, তোমরা যৌবনাবস্থার কু অভিলাষ পরিত্যাগ করিয়া, যাহার ধীর ও জ্ঞানবান, তাহাদের সহিত ধৰ্ম্মের অনুগামী হও ; তাহ করিলে তোমাদের মাতার চিত্ত আনন্দে প্রফুল্ল করিব, এবং সমস্ত বিশিষ্ট লোকের প্রশংসাপাত্ৰ হইবা । পরে তাহারা দ্বারপালকে নমস্কার করিয়া বিদায় হইল । ৭ অধ্যায় । অপর অামি স্বপ্নে দেখিলাম, যাত্রির ক্রমাগত গমন করত সেই পৰ্ব্বতের চূড়ার ধারে উপস্থিত হইলে * ধৰ্ম্মষ্ঠ৷ হঠাৎ চীৎকার শব্দ করিয়া কহিল, হায় !