পাতা:যাত্রিকের গতি.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩৬ মধুর স্বর পক্ষী। • ৰাষ্টীয়ানীকে ও তাহার সঙ্গিদিগকে যাহা দিতে মনস্থ করিয়াছিলাম, তাহা বিস্মৃত হইয়া আসিয়াছি। অামি ফিরিয়া যাইয়া তোহা অানি । ইহা কহিয়া তাঙ্কা অানিতে দৌড়িয়া গেল। * ধৰ্ম্মিষ্ঠ গেলে পরে সে স্থানের দক্ষিণ পাশ্বের নিকটবর্তি এক উপবনহইতে • খ্রীষ্টীয়ানী অতি সুশ্রাব্য অসাধারণ স্বর শুনিতে পাইয়া বিশেষ মনোযোগ দেওয়াতে যেন এই বাক্য তাহার কর্ণ८शTछज्ञ हड़े व्यि" তৰ গৃহে নিত্য মোর হইবে বসতি। মহা অনুগ্রহ এই আছে আম প্রতি ॥ ইল শুনিতে ২ যেন আর কেহ ইহার উত্তর দিতেছে, এমত এক শব্দও শুনিতে পাইল ; সে এই, আমাদের প্রতি প্রভু পরম দয়াল । অটল তাহার কৃপা অাছে সদাকাল ॥ তাহার সত্যত সদা আছে দৃঢ় ভাবে। অনন্ত কাল পর্য্যস্ত চিরস্থায়ী হবে ॥ ইহা শুনিয়া - খ্ৰীষ্টীয়ানী • পরিণামদশিনীকে জিজ্ঞাসা করিল, এমত সুশ্রাব্য স্বরে কে গান করে? সে কহিল, এ গান আমাদের দেশীয় পক্ষির করে । কিন্তু তাহারা এরূপ স্বরে সর্বদা গান করে না, কেবল বসন্ত কাল হইলে যখন নানাবিধ পুষ্প প্রস্ফুটিত হয়, ও সূর্য্যের কিরণ সন্তপ্ত হয়, তখনই তাহারা গান করে, ও তৎকালে তাহাদের গান সমস্ত দিন শুনা যায় । আমি বার বার তাহাদের ধ্বনি শুনিতে যাই, এবং আমরা ঐ প্রকার.পক্ষিকে গৃহে রাখিয়া পোষণ করিয়া থাকি। মমের ঔদাস্য জন্মিলে তাহাদের গান বড় সাত্তনাজনক হয়; এবং ঐ সকল পক্ষির নিমিত্তে বন ও উপবন প্রভৃতি নিভৃত স্থান অতি রমণীয় হয় । “ ।