পাতা:যাত্রিকের গতি.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মমুতা উপত্যক । QS A এমত কালে ধৰ্ম্মিষ্ঠ ফিরিয়া জাসিয়া "গ্ৰীষ্টীয়ানীৰুে কহিল, এই দেখ, আমাদের গৃহে ষে সকল বিয়য় দেখিয়া আসিয়াছ, তাহার নকসা আনিলাম । যখন তুমি বিস্তৃত৷ হইবা, তখন ইহাতে দৃষ্টিপাত করিয়া তোমার শিক্ষা সন্তোষের নিমিত্তে সে সকল পুনঃ স্মরণ করিতে পারিব। অনন্তর তাহার। পৰ্ব্বতহইতে * নম্রতা নামক উপত্যকাতে নামিয়া যাইতে লাগিল । সেই পথ অতি গড়ান ও পিচ্ছিল ছিল, কিন্তু তাহারা অতি সাবধানে যাওয়াতে বড় বিঘ্ন পাইল না । পরে সেই উপত্যকাতে উপস্থিত হইলে - ধৰ্ম্মিষ্ঠা - খ্ৰীষ্টীয়ানীকে কহিল, যে স্থানে তোমার স্বামী অতি ভয়ঙ্কর • আপলুয়োন নামক ভূতের সহিত সাক্ষাৎ করিয়৷ ঘোর সংগ্রাম করিয়াছিল, সে স্থান এই ৷ তাঙ্গার বৃত্তান্ত তুমি অবশ্য শুনিয়া থাকিব। ; কিন্তু ভীত হইও না । এই * মহোৎসাহ মহাশয় যাবৎ তোমাদের রক্ষক ও পথপ্রদর্শক আছেন, তাবৎ তোমাদের কোন বিপদ ঘটিবার সম্ভাবন নাই । পরে উক্ত দুই স্ত্রী যাত্রিদিগকে পথপ্রদর্শকের হস্তে সমপণ করিয়া ফিরিয়া গেল ; তাছাতে পথপ্রদর্শক অগ্ৰে ২ চলিল, এবং যাত্রিরা তাহার পশ্চাদগামী হইল । অপর ° মহোৎসাহ কছিল, এই উপত্যক দেখিয়া ভয় করিবার কোন কারণ নাই। আমরা যদি আপনার কোন আপদ উপস্থিত না করি, তবে এ স্থানে আমাদের অনিষ্টজনক কিছুই নাই । এই স্তানে “ আপলুয়োনের সহিত - খ্ৰীষ্টীয়ানের সংঘটন হইলে ভয়ঙ্কর যুদ্ধ হইয়াছিল বটে, কিন্তু সে পৰ্ব্বতহইত্তে নামিয়া আসিবার সময়ে যে সকল উছোট খাইয়াছিল, ঐ যুদ্ধ তাহারই ফল ছিল ; কেননা যাহার। সে স্থানে উছোট খায়, তাহাদিগকে এ স্থানে যুদ্ধ করিতে

  • G