পাতা:যাত্রিকের গতি.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঙ্গল ব্যঞ্জকের সছিভ সাক্ষাৎ । 冬、° ইহা অামার ঘাড়ে পড়ে, এই ভয়ে হঠাৎ স্থগিত হইয়৷ রহিয়াছি । তাছাতে “ মঙ্গলব্যঞ্চক জিজ্ঞাসিলেন, সেই মহল্লোক তোমাকে কি কহিয়াছিল ?

  • গ্ৰীষ্টীয়ান কছিল, তুমি কোথায় যাইতেছ? ইহা তিনি আমাকে জিজ্ঞাসা করিলে অামি তাহাকে উত্তর দিলাম ।

পরে "মঙ্গলব্যঞ্চক জিজ্ঞ সিলেন, তাহার পর সে कि कंझिल ? তাহাতে খ্ৰীষ্টীয়ান কছিল, তোমার স্ত্রী পুত্ৰাদি আছে কি না? এ কথা জিজ্ঞাসা করিলেন ; তাহাতে আমি তাছার উত্তর করিলাম, আর ইহাও কহিলাম, আমার পৃষ্ঠস্থিত এই বোঝার নিমিত্তে আমি এমনি ভারগ্রস্ত হইয়াছি যে পুর্বের মত তাহাদের বিষয়ে আমার কোন সুখ নাই।

  • মঙ্গলব্যঞ্জক জিজ্ঞাসিলেন, তাহাতে সে কি কহিল : * খ্ৰীষ্টীয়ান কছিল, তিনি, অামাকে এই কথা বলিলেন, তুমি তবে ঐ বোঝাহইতে মুক্ত হইবার চেষ্টা কর ? তাহাতে আমি কহিলাম, স্থা, আমিও সেই চেষ্টায় আছি; এবং সেই হেতুক মুক্তিস্থানে গমনের উপদেশ পাইবার জন্যে ঐ দ্বারে যাইতেছি । তাহাতে মহাশয় আমাকে যে পথে যাইতে অনুমতি দিয়াছিলেন, তাহা অপেক্ষা উত্তম ও অাপদরহিত অন্য এক পথ তোমাকে দেখাইব, তিনি এ কথা কছিলেন । অারও কছিলেন, সেই পথে গেলে তুমি এই প্রকার বোঝা নামাইতে বিজ্ঞ এমন এক মহল্লোকের বাটীতে পৌছিব। তাহাতে আমি তাহার সেই কথায় প্রত্যয় করিয়া শীঘ্ৰ বোঝাহইতে মুক্তি পাইবার লোভে ঐ পথ পরিত্যাগ করিয়া এই পথে আগমন করিলাম ; কিন্তু শেষে এই স্থানে আসিয়া এই সকল চাক্ষুষ