পাতা:যাত্রিকের গতি.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐ উপত্যকার উত্তমতী । చిలిసా কোন কথার আবশ্যক নাই । সেই উত্তম ব্যক্তি আপন শত্ৰুকে সম্পূর্ণরূপে পরাজয় করিয়া এখন ৰিশ্ৰাম প্রাপ্ত হইয়াছেন। অতএব আমরাও তাছার ন্যায় পরীক্ষিত হইলে ষেন তদপেক্ষা অধিক দুর্দশাগ্রস্ত না হই, সৰ্ব্বোপরিস্থ পরমেশ্বর এমত অনুগ্রহ প্রদান করুন। সে যাহা হউক, আমরা এই ক্ষণে এই * নমুতা নামক উপত্যকার প্রতি দৃষ্টিপাত করি। এই দেশের মধ্যে এই উপত্যকুর ভূমি সৰ্ব্বাপেক্ষ উত্তম ও অতিশয় শস্যশালিনী, এবং এখানে তৃণভূষিত চরাণী মাঠ বিস্তর। মনোরম্য স্থানের দর্শনাকাঙ্ক্ষি কোন ব্যক্তি যদি অনপেক্ষিতরূপে অামাদের ন্যায় বসন্তকালে এ স্থানে আইসে, তবে সে নয়নের আনন্দজনক অনেক বিষয় দেখিতে পাইবে । দেখ, এই ভূমি কেমন শ্যামবর্ণ এবং কানুড় পুষ্পেতে কেমন সুশোভিত ! এই * নমুভ উপত্যকার মধ্যে যাচারা আবাদ করিয়া অনেক ভূমি সম্পত্তি প্রাপ্ত হইয়াছে, এমত অনেক কৃষককে অামি জানি । কেননা ঈশ্বর অহঙ্কারিদের বিপক্ষ হন, কিন্তু নমুদিগকে আরো মহৎ বর প্রদান করেন । অতএব এ ভূমি যে অতি উর্বরা এবং যথেষ্ট শস্য উৎপন্ন করে, ইহাতে কোন সংশয় নাই। এই হেতু এই স্থানে উপস্থিত হইয়া পিতার বাটীতে যেন একেবারে পৌছন যায়, এবং পৰ্ব্বত ও উপপৰ্ব্বত দিয়া যাইতে ও ক্লেশ পাইতে যেন অার না হয়, এমত বাসনা কেহ ২ করিয়াছে। কিন্তু এই পথই পথ, অন্য নাই, ইহা নিশ্চয় । তাহারা এই রূপ কথোপকথন করিয়৷ গমন করিতেছিল, ইতোমধ্যে আপন পিতার মেষ চরাইতেছে, এমত এক বালককে দেখিল । ঐ বালকের বস্ত্র অতি সামান্য, কিন্তু মুখঞ্জ অতি সুন্দর ছিল, এবং সে একাকী বসিয়া গান করিতেছিল । তাছাতে * মহোৎসাছ কহিল, ঐ মেষপালক 2 G 2