পাতা:যাত্রিকের গতি.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

OH • নমু লোকের ধন্যভা। ৰালক কি গান করে, তাছা শুন । তাছাতে তাহারা শ্রবণ করিতে লাগিলে ঐ বালক এই গীত গান করিল ; যথা, নীচস্থ যে লোক তার পতনে কি ভয় । অধোতে থাকিলে নাছি অহঙ্কার হয় ॥ অভিমানহীন সদা সুশীল ষে লোক। ঈশ্বর সর্বদা তার পথপ্রদর্শক। ১ । অম্প বা অধিক যাহা আছয়ে আমার। তাহাতেই তৃপ্ত আছি তৃষ্ণ নাহি আর ৬ নিরাকাংক্ষ যেই জন সেই পায় ত্ৰাণ । মোরে নিরাকাঙ্ক মন প্ৰভু কর দান ॥ ২ ॥ যাত্রী হয়ে যেই জন পথে করে গতি। তাহার বাধক হয় প্রচুর সম্পত্তি ॥ ইহ আপ পরত্ৰেতে আনন্দ অপার । সর্বত্ৰ সৰ্ব্বথা তাহ প্রেষ্ঠ অধিকার ॥ ৩.॥ । ইহ শুনিয়া পথপ্রদর্শক কহিল, ঐ বালকের গান শুনিলা? অামি নিশ্চয় জানি, যাহারা সতত মখমল রেশমি প্রভৃতি বহুমূল্য বস্ত্র পরিধান করে, তাহাদের অপেক্ষা বরং ঐ বালক আনন্দে কাল যাপন করে, এবং সৰ্ব্বদা শান্তিরূপ পুষ্প হৃদয়ে ধারণ করে। যাহা হউক, এই উপত্যকার কথ। অারও কহি । পূৰ্ব্বে এই উপত্যকাতে আমাদের প্রভুর বাসাবাটী ছিল; কেনন। এই স্থলের বায়ু অতি সুখজনক, এই নি. মিত্তে তিনি এই স্থানে অবস্থিতি করিয়া এই সকল ক্ষেত্রে বিহার করিতে বড় ভাল বাসিতেন। এখানে বাস করিলে সংসারের গোলযোগহইতে রক্ষা হয় । দেখ, উচ্চ বা নীচ পদ সকলই গোলযোগ ও উদ্বেগেতে পরিপূর্ণ ; কেবল এই নম্রতা নামক নিম্ন ভূমি নিভৃত ও নিঃশঙ্গ স্থান। অন্যান্য স্থানের ন্যায় এ স্থলে ধ্যানভঙ্গের কোন কারণ