পাতা:যাত্রিকের গতি.djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিস্মৃতিক্ষেত্র । ○8 ● নাই । এ উপত্যকাতে যাত্রিধৰ্ম্মপ্রিয় ব্যতিরেকে অন্য কেহ গমনাগমন করে না। যদ্যপি * খ্ৰীষ্টীয়ানের দুর্ঘটনা প্রযুক্ত এই স্থানে “ আপলুয়োনের সহিত সংঘটন ও তুমুল যুদ্ধ হইয়াছিল, তথাপি পুৰ্ব্বকালে এই স্থানে কেহ ২ স্বৰ্গীয় দূতগণের দর্শন পাইয়াছে, কেহ বা দিব্য মুক্ত লাভ করিয়াছে, অন্য কেহ বা জীবনদায়ক বাক্যরূপ ধন প্রাপ্ত হইয়াছে, ইহা অামি জানি । আমি কহিয়াছি যে পুৰ্ব্বকালে এই স্থলে আমাদের প্রভুর বাসাবাটী ছিল, এবং তিনি এই স্থানে বেড়াইতে ভাল বাসিতেন। পুনশ্চ কহিতেছি, যে সকল লোক এ স্থান উত্তম জ্ঞান করিয়া ইহাতে গমনাগমন করিতে ভাল বাসে, তাহারা যেন পথখরচ পাইয়া যাত্রাতে আরো উৎসাহযুক্ত হয়, এই অভিপ্রায়ে তিনি এই স্থানে ধন রাখিয়া তাহাদের বার্ষিক বৃত্তিরূপে নিয়মিত কালে বিতরণ করেবার আজ্ঞা দিয়াছেন । অপর যাইতে ২ * শিমুয়েল ° মহোৎসাহকে কহিল, হে মহাশয়, আমি অবগত হইলাম যে এই স্থলীতে * আপলুয়োনের সহিত আমার পিতার যুদ্ধ হইয়াছিল ; কিন্তু এ অতি প্রশস্ত স্থান ; কোথায় যুদ্ধ হইয়াছিল ? তাহা অনুগ্রহ করিয়া বলুন । • মহোৎসাহ উত্তর করিল, আমাদের সম্মুখস্থ ঐ * বিস্মৃতিক্ষেত্রের পারে যে সঙ্কীর্ণ পথ আছে, সেই পথে * আপলুয়োনের সহিত তোমার পিতার যুদ্ধ হইয়াছিল। এতাবৎ স্থানের মধ্যে ঐ স্থানই সৰ্ব্বাপেক্ষা ভয়ঙ্কর । কেননা প্রাপ্ত উপকারের ও নিজ অযোগ্যতার বিস্মৃতি হইলে মাত্রিরা বিপদগ্রস্ত হইয়া থাকে। ঐ স্থানে অনেকের দুর্ঘটনা হইয়াছে। যাহা হউক, তথায় পীছিলে এই বিবরণ শেষ করিব । সেখানে ঐ যুদ্ধের কেশন 2 G 3