পাতা:যাত্রিকের গতি.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@8及 করুণায় সন্তোষ । চিহ্ন কিম্ব প্রমাণস্থচক কোন স্তম্ভ অদ্য পৰ্য্যন্ত অবশ্য বর্তমান থাকিবে । তখন * করুণ কহিল, পথের অন্য স্থান অপেক্ষ বরং এই স্থানে আমার আন্তরিক সুখ বোধ হইতেছে ; অার এ স্থান আমার মনের মত, এমত জ্ঞান হইতেছে । ঘোড়ার বা রথচক্রের শব্দ যে স্থানে নাই, এমত স্থানে থাকিতে আমার মন চাহে । অনুমান হয়, এই স্থানে থাকিয়া অামি কে ও কোথা হইতে আসিয়াছি এবং কি ২ করিয়া আসিতেছি, আর কি নিমিত্তে রাজকর্তৃক আহুত কইয়াছি, এমত ধ্যান করিবার কোন প্রতিবন্ধক নাই । এই স্থানে বসিয়া আত্মচিন্তায় নিবিষ্টচিত্ত হইলে অন্তঃকরণ দ্রবীভূত হয়, ও শেষে চক্ষু অশ্রুপুর্ণ হইয়া হিশবোনস্থ সরোবরের ন্যায় হইয়া উঠে। পরম ৭ ; ৪ । এই ক্ৰন্দনের উপত্যক দিয়া প্রকৃত ষাত্রিদের গমন সময়ে তাহা উনুই হইয় উঠে, এবং এখানকার লোকদের উপর স্বৰ্গহইতে পতিত বৃষ্টিদ্বারা ইহা জলাশয়েতে ভূষিত হয় । এই স্থলীর মধ্যহইতে রাজা তাহাদিগকে দ্রাক্ষাক্ষেত্র দিবেন। এবং আপলুয়োনের সহিত যুদ্ধ হইলেও * খ্ৰীষ্টীয়ান যেমন গান করিয়াছিল, যাহার। এই স্থলী দিয়া গমন করে, তাহারাও তদ্রুপ গান করিবে । গাত ৮৪ ; ৫-৭ । হে ২ ; ১৫ । তাহাদের পথপ্রদর্শক কহিল, তাহাই সত্য বটে, আমি এ স্থলী দিয়া অনেক বার গিয়া দেখিয়াছি, অন্য সকল স্থান অপেক্ষ। বরং এ স্থানে আমার অধিক সুখ বোধ হয়। এতদ্ভিন্ন আমি যে সকল ষাত্রিদিগকে পথ দেখাইয়াছি, তাহারাও এ স্থলীর উত্তমত স্বীকার করিয়াছে। অামাদের রাজাও কহেন, ** যে জন নম ও চর্ধমনা ও অামার কথাতে می با حب কম্পিত, এমত লোকের প্রতি আমি দৃষ্টিপাত করিব।”