পাতা:যাত্রিকের গতি.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধভূমির বর্ণন । ○8○ অনন্তর তাহার। গমন করত পুৰ্ব্বোক্ত সংগ্রামস্থলে উপস্থিত হইলে পথপ্রদর্শক • খ্ৰীষ্টীয়ানী ও তাহার সন্তানগণ ও "করুণাকে কহিল, দেখ, এই ভূমিতে * খ্ৰীষ্টীয়ান যুদ্ধার্থে দণ্ডায়মান হইয়াছিল, এবং ঐ স্থানহইতে • আপলুয়োন তাহার প্রতিকূলে যুদ্ধ করিতে আসিয়াছিল । অার অামি কি সত্য কহি নাই ? দেখ, এই ২ প্রস্তরে তোমার স্বামির রক্তের চিহ্ন অদ্য পৰ্য্যন্ত রহিয়াছে। আরও দেখ, “ আপলুয়োনের ভগ্ন শর স্থানে ২ পড়িয়া আছে। এবং পরস্পর যুদ্ধ সময়ে স্ব ২ স্থান রক্ষার্থে তাহারা ভূমিতে যে পদাঘাত করিয়াছিল, তাহার চিহ্নও এ পয্যন্ত রহিয়াছে। আর তাহাদের লক্ষ্যচুত অস্ত্রাঘাতে এই প্রস্তর সকল কেমন চূর্ণ হইয়া গিয়াছে ! এই স্থলে “ খীষ্টায়ান যথার্থ পুরুষত্ব প্রকাশ করিয়াছিল । স্বয়ং * রাম উপস্থিত থাকিলে ইহা অপেক্ষা অধিক বীরত্ব প্রকাশ করিতে পারিত না। তাহার শত্ৰু * আপলুয়োন পরাস্ত হইয়। - মৃতু্যচ্ছায়া নামক যে নিকটবর্তি উপত্যকাতে পলায়ন করিয়াছিল, সে স্তলীতেও আমরা শীঘ্ৰ উপস্থিত হইব । আর সম্মুখে ঐ যে স্তম্ভ দেখিতেছ, উহাতে - খ্ৰীষ্টীয়ানের সুখ্যাতি চিরস্মরণীয় করণার্থে তাহার যুদ্ধের ও বিজয়ের বিবরণ লিখিত আছে । তাছা শুনিয়া ঐ স্তম্ভ তাহাদের সম্মুখবৰ্ত্তি পথের পার্শ্বে থাকাতে তাহারা নিকটে যাইয়া সেই লিপি পাঠ করিল। তাহা এই, এ স্থানের সন্নিধানে এক যুদ্ধ ঘটে । অতি অপরূপ তাছা কিন্তু সত্য বটে ॥ রাক্ষস আপলুয়োন আর খ্ৰীষ্টীয়ানে। মিথো মহারণ হয় নাশিবারে প্রাণে ॥ ১ ৷ সে পুরুষ পরুষত্ব করিলে প্রকাশ ।