পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. * মঙ্গলব্যঞ্জকের উপদেশ । দেখিয়া নিবৃত্ত হইলাম, এবং এক্ষণে কি করিব তাছাও কিছু স্থির করিতে পারি না । অনন্তর - মঙ্গলব্যঞ্জক কহিলেন, সে যাহা হউক, এই ক্ষণে আমি তোমাকে ঈশ্বরবিষয়ক বাক্য শুনাইব, অতএব কিঞ্চিৎ কাল থাক। তাহাতে * খীষ্টীয়ান অমনি কম্পিত হইয়া দাড়াইয়া থাকিলে * মঙ্গলব্যঞ্জক কহিতে লাগিলেন, স্বাবধান, বাক্যবাদির কথা শুনিতে অসম্মত হইও না ; কারণ যিনি পৃথিবীতে কহিয়াছিলেন, তাহার কথা শুনিতে অসম্মত হওয়াতে ঐ লোকেরা যদি না বাচিল, তবে যিনি স্বৰ্গহইতে কছেন, তাহাহইতে পরাত্মখ হইলে আমরা কোন প্রকারে বাচিব না। তিনি আরও কছিলেন, পুণ্যবান ব্যক্তি আপন বিশ্বাসদ্বারা বাচিবে, কিন্তু যদি ধৰ্ম্ম ত্যাগ করে, তবে তাহাতে আমার মনস্তুষ্টি হইবে না। পরে তিনি ঐ সকল কথার এই রূপ তাৎপৰ্য্য ব্যাখ্যা করিয়া কহিতে লাগিলেন, শুন, যে ব্যক্তি এই সকল দুঃখে গমন করিতেছে, সে তুমিই । তুমি সৰ্ব্বোপরিস্থের বাক্য হেল। করিয়া সৎপথহইতে আপন পা পিছলিয়া প্রায় আপনার বিনাশ আপনি সম্পূর্ণ করিয়াছ। পরে - খ্ৰীষ্টীয়ান মৃতকম্প হইয় তাহার চরণে পড়িয়া রোদন করিতে ২ কহিল, শাপগ্রস্ত যে আমি আমি তো একেবারে বহিয়া গিয়াছি । এই রূপ তাহার কাতরোক্তি শুনিয়া "মঙ্গলব্যঞ্জক তাহার হাত ধরিয়া কহিলেন, মনুষ্যদের সকল প্রকার পাপ ও নিন্দ ক্ষম হইবে ; অতএব অবিশ্বাসী না হইয়া বিশ্বাসী হও । তখন “ শ্ৰীষ্টীয়ান এই রূপ পুনরাশ্বাস পাইয়া কিঞ্চিৎ সুস্থির হইয়া পুৰ্ব্ববৎ কাপিতে ২ গিয়া - মঙ্গলব্যঞ্জকের কাছে দাড়াইল । অপর মঙ্গলব্যঞ্জক এই রূপ কহিতে লাগিলেন, কে তোমাকে ভুলইয়াছিল, এবং কাহার নিকটে বা সে