পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भृङ्ग्राक्राम्रा ऋली । ○86。 আর নিপুণ নামক চিকিৎসকের তিনটি বড়ি তাহাকে খাওয়াইলে সে ক্রমে সুস্থ হইতে লাগিল। এই রূপে গমন করিয়া তাহারা ঐ স্থলীর মধ্যস্থান পৰ্য্যস্ত পৌছিলে • খ্রীষ্টীয়ানী কছিল, দেখ, সম্মুখে পথের উপরে ঐ কি বিকটাকার দেখা ৰাইতেছে ? এমত আকার অামি কখনও দেখি নাই । তাহাতে • বৃষফ কহিল, হে মাতঃ, ও কি ? খ্ৰীষ্টীয়ানী কহিল, হে বৎস, ওটা অতি কুৎসিত ! অতি কদাকার! ঐ বালক পুনর্বার কহিল, হে মাতঃ, ওটা কিসের ন্যায় ? তাছার মাত কহিল, তাঙ্কা অামি বলিতে পারি না । পরে তাহ আরও নিকটবর্তী হইলে - খ্ৰীষ্টীয়ানী কহিল, এই আইল । তখন “ মহোৎসাহ কহিল, আইসুক ২ ; এবং তোমাদের মধ্যে যে ভয় করে, " সে আমার সঙ্গ না ছাড়ুক। পরে ঐ ভূত তাহাদের আরও নিকটে আইল, কিন্তু পথপ্রদর্শক অগ্রসর হইয়। তাছাকে ধরিতে উদ্যত হইলে সে অস্তস্থিত হইয়। তাছাদের ইন্দ্রিয়ের অগোচর হইল । তখন যাহা পুর্বে কহা গিয়াছিল, অর্থাৎ, * শয়তানকে প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের নিকট হইতে পলায়ন করিবে ; ’’ তাহা তাহাদের স্মরণে আইল । অপর তাঙ্গারা কিঞ্চিৎ শাম্য প্রাপ্ত হইয়া অগ্রসর হইতে লাগিল; কিন্তু বিস্তর দূর না যাইতে ২° করুণ পশ্চাদৃষ্টি করিয়া সিংহের ন্যায় এক ভয়ঙ্কর আকৃতি অতি দ্রুতগতিতে পশ্চাৎ অাসিতে দেখিল ; তাহার গর্জন অতি গম্ভীর, এবং প্রত্যেক গজনেতে ঐ সমস্ত স্থলী প্রতিধ্বনিত হইতে লাগিল। তাছাতে পথপ্রদর্শক ব্যতিরেক সকলেরই অন্তঃকরণ ত্ৰাসযুক্ত হইল। অপর ঐ সিংহ অা