পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

න8k” অনবধান ও কৃভাবধান । এবং রম্যপুরীতে আমাদের যেমন সুখ হইয়াছিল, তেমন সুখ এ স্থানে নাই। - - তাহা শুনিয়া এক জন বালক কহিল, ওছে, ইহা দিয়া গমন করা মন্দ বটে ; কিন্তু এই স্থানে সৰ্ব্বদা অবস্থিতি করা অারও মন্দ । অার অামার বোধ হয়, আমাদের নিমিত্তে যে গৃহ প্রস্তুত হইয়াছে, সেই গৃহেতে যেন আমাদের অধিক সুখ বোধ হয়, এই কারণ আমাদিগকে এই স্থান দিয়া যাইতে হইল । - তাহাতে পথপ্রদর্শক সস্তুষ্ট হইয়া কহিল, হে - শিমুয়েল, তুমি উত্তম কহিয়াছ ; তোমার এ কথা পুরুষার্থের কথা বটে । ঐ বালক পুনৰ্বার কহিল, আমি যদি এই স্থানহইতে কখন উত্তীর্ণ হইতে পারি, তবে দীপ্তি ও সুগম পথকে পুৰ্ব্বাপেক্ষ অধিক বাঞ্ছনীয় করিয়া মানিব। তখন পথপ্রদর্শক উত্তর করিল, অম্প ক্ষণ পরে আমরা উত্তীর্ণ হইব। এই রূপে যাইতে ২ - মূষক কহিল, এখনও কি এ স্থলীর শেষ দেখা যায় না ?. পথপ্রদর্শক কহিল, নীচে দৃষ্টি করিয়া অতি সাবধানে পাদ ক্ষেপ কর, যেহেতুক মধ্যে ২ ফঁাদ পাতা चोटक्नु । তাহাতে তাহার স্ব ২ পদ দৃষ্টি করত গমন করিল বটে, কিন্তু ফঁাদের মধ্য দিয়া যাইতে বড় কষ্ট হইল । পরে যাইতে ২ তাহারা পথের বাম পাশ্বে খাতে নিক্ষিপ্ত ছিল্পমাংস এক শব দেখিল । তাহাতে পথপ্রদর্শক কছিল, ঐ ব্যক্তিও এই পথের পথিক, উচ্ছার নাম * অনবধাৰ, সে বহুকালারধি ঐ স্থানে পড়িয়া আছে। সে যখন ফঁাদে ধরা পড়িয়া হত হয়, তখন • কৃতাবধান নামে আর এক জন তাহার সঙ্গে ছিল,কিন্তু সে সতর্ক হওয়াতে