পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

KᏇ © © গঙ্গাতত্তের সছিস্ত যুদ্ধ। ইহা শুনিয়া ° মহোৎসাহ উত্তর করিল, আমি স্বর্গাধিপতি ঈশ্বরের দাস ; তাহার প্রতি মনঃপরিবর্তনে পাপি লোকদিগকে প্রবৃত্তি দেওয়া আমার কৰ্ম্ম। আর আবাল বৃদ্ধ বনিত প্রভূতি সমস্ত লোক যাহাতে অন্ধকারহইতে দীপ্তির প্রতি, এবং শয়তানের কর্তৃত্বহইতে ঈশ্বরের প্রতি ফিরে, সাধ্যানুসারে এমত চেষ্টা করিতে আমি আজ্ঞা প্রাপ্ত হইয়াছি । ইকা যদি বিবাদের কারণ হয়, তবে অাইস, যত শীঘ্ৰ চাহ যুদ্ধারম্ভ করি। তাহাতে ঐ বৃহৎকায় যুদ্ধার্থে অগ্রসর হইলে ° মহোৎসাহ তরবাল নিস্কোষ করিয়৷ তাছার নিকটবৰ্ত্তী হইতে লাগিল। ঐ বৃহৎকায়ের হস্তে গদা ছিল। তাহাতে তাহারা যুদ্ধারম্ভ করিলে ঐ বৃহৎকায়ের প্রথম আঘাতে ° মহোৎসাহ পড়িয়া এক হাটু গাড়িয়া রহিল ; তাহ দেখিয়। স্ত্রীলোক ও বালকের চেচাইয়। উঠিল । কিন্তু * মহোৎসাহ শীঘ্ৰ উঠিয়া অতিশয় বল প্রকাশ পুৰ্ব্বক পুনৰ্ব্বার যুদ্ধারম্ভ করিয়া ঐ বৃহৎকায়ের বাহুদেশে আঘাত করিল। এই রূপে উভয়ে যথাসাধ্যে এক ঘটিকা কাল পর্য্যন্ত যুদ্ধ করল । শেষে যেমন তপ্ত কটাছহইতে বাস্প, তেমনি ঐ বৃহৎকায়ের নাসিকাহইতে শ্বাস নির্গত হইলে তাহার কিঞ্চিৎ কাল বিশ্রামার্থে উপবেশন করিল। তাহাতে * মহোৎসাহ প্রার্থনা করিতে লাগিল । এবং স্ত্রী ও বালকেরাও ঐ যুদ্ধের তাবৎ কাল ক্ৰন্দন ও কাকুক্তি করিল। কিঞ্চিৎ কাল বিশ্রাম করণানন্তর তাহারা বল পাইয়া পুনৰ্ব্বার যুদ্ধারম্ভ করিল। তাছাতে ° মহোৎসাহ ভারি আঘাতদ্বারা বৃহৎকায়কে ভূমিশায়ী করিলে সে চেঁচাইয়া কহিল, ক্ষান্ত হও, আমাকে উঠিতে দেও । পরে * মহোৎসাহ তাহাকে স্বচ্ছন্দে উঠিতে দিলে তাঙ্কার পুনর্বার যুদ্ধে প্রবৃত্ত হইল। সেই যুদ্ধে ° মহোৎসাহের