পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গদাহন্তুের পরাজয় । \ව් අ ෆ প্রতি ঈশ্বরের বিশেষ অনুগ্রহ না থাকিলে বৃহৎকায়ের গদাঘাতে তাছার মস্তক অবশ্য চূর্ণ হইত। তখন * মহোৎসাহ অতি উগ্রচিত্ত হইয়া তাঙ্কার প্রতি দৌড়িয়া যাইয়। তাহার পঞ্চম পঞ্জরের অধঃস্থান ভেদ করিলে বৃহৎকায় মূৰ্ছিত হইয়া পড়িয়া আর গদা ধরিতে পারিল না । তখন * মহোৎসাহ দ্বিতীয় আঘাতদ্বারা তাহার মস্তক ছেদন করিল। তাহা দেখিয়া স্ত্রীলোক ও বালকের আনন্দধ্বনি করিতে আরম্ভ করিল। এবং * মহোৎসাহ এই উদ্ধারের নিমিত্তে ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিল । তদনন্তর যাত্রিরা এক স্তম্ভ নিৰ্ম্মাণ করিয়৷ তদুপরি ঐ বৃহৎকায়ের মস্তক টাঙ্গাইয়া পথিকদিগের পাঠ করিবার নিমিত্তে এই পশ্চাছুক্ত কএৰু পদ্য নীচে লিখিয়া नििल । যাহার মস্তক এই করিছ দর্শন । ” যাত্রিদের শত্ৰু সেই ছিল এক জন ॥ তাছাদের পথ রোধ সৰ্ব্বদা করিত । ংসা করি সকলের অনিষ্ট সাধিত ॥ ১ ॥ পরে অামি মহোৎসাহ নামে এক লোক । হইলাম যাত্রিদের পথপ্রদর্শক ॥ যাত্রি প্রতি বিপক্ষত দেখিয় তাহার । প্রতিরোধ করি তারে করিনু সংহার ॥ ২ ॥ ৮ অধ্যায় । অনন্তর আমি দেখিলাম, সেই স্থানের কিঞ্চিৎ আগ্রে ষাত্রিদের দূর দর্শনের নিমিত্তে যে এক উচ্চ স্থান নিৰ্ম্মিত হইয়াছিল, তাহারা সেই স্থান পৰ্য্যন্ত পহছিল। ঐ স্থানে 2 н 2