পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9d శ్చి যুদ্ধবিষয়ক কথোপকথন । থাকিয় পুৰ্ব্বে • খ্ৰীষ্টীয়ান • বিশ্বাসী নাম সহষাত্রিকের প্রথম দর্শন পাইয়াছিল। অতএব সেই স্থানে তাহারা কিছু কাল বসিয়া বিশ্রাম করিল, এবং ভয়ঙ্কর শকুহইতে মুক্ত হওন প্রযুক্ত ভোজন পান করিয়৷ আমোদ প্রমোদ করিল । ভোজন কালে “ শ্ৰীষ্টীয়ানী পথপ্রদর্শককে জিজ্ঞাসা করিল, এ যুদ্ধেতে আপনি কি কোন আঘাত পাইয়াছেন ? * মহোৎসাহ কহিল, না, কেৰল গাত্রের এক স্থানে অত্যপ আঘাত লাগিয়াছে। কিন্তু তাহাতে আমি অসন্তুষ্ট নহি ; কেননা তাহ সম্প্রতি প্রভূর প্রতি ও তোমাদের প্রতি আমার স্নেহের লক্ষণ, এবং অবশেষে ঈশ্বরানুগ্রন্থেতে আমার পুরস্কারবৃদ্ধির উপায় হইবে।

  • খ্ৰীষ্টীয়ানী কহিল, চে মহাশয়, সে যখন গদাচস্ত হইয়। আপনকার নিকটে আইল, তখন কি আপনি ভীত হন নাই ? }
  • মহোৎসাহ কহিল, অামার নিজ ক্ষমতাতে বিশ্বাস না করিয়া সৰ্ব্বশক্তিমানের শক্তিতে নির্ভর দেওয়া অামার কৰ্ত্তব্য ।

• খ্ৰীষ্টীয়ানী পুনশ্চ কহিল, সে যখন প্রথম আঘাতে অাপনকাকে ভূমিশায়ী করিল, তখন আপনি কি ভাবিয়াছিলেন ?

  • মহোৎসাহ উত্তর করিল, আমি এই ভাবিয়াছিলাম, যে আমার প্রভূর প্রতি তাছাই ঘটিয়াছিল, তথাপি অবশেষে তিনি জয়ী হইলেন ।

ইতোমধ্যে * মথি কছিল, তোমরা যাহা ইচ্ছ। তাছা ভাব ; কিন্তু আমি এই ভাবিতেছি, এই স্থলীহইতে এবং এই শহইতে আমাদিগকে মুক্ত করাতে ঈশ্বর জামাদের প্রতি অসাধারণ কৃপা প্রকাশ করিয়াছেন। অতএব অামার বোধ হয়, যে এমন সময়ে এমন স্থানে এমন