পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরলাত্মার সহিত সাক্ষাৎ । ON L অনুগ্রহের প্রমাণ পাইলে পরে ঈশ্বরকে অবিশ্বাস করা আমাদের নিতান্ত অনুচিত। অনন্তর তাহারা তথাহইতে গাত্রোথান পুৰ্ব্বক পুনর্গমনারম্ভ করশানস্তর কিঞ্চিৎ অগ্রে স্থিত এক অশ্বথবৃক্ষের নিকটে উপস্থিত হইয়। ঐ বৃক্ষমুলে ঘোর নিদ্রাগত এক বৃদ্ধ যাত্রিকে দেখিল। সে যে যাত্রী তাহা তাহার পরিচ্ছদ ও যষ্টি ও পটুক দেখিয়া জানিতে পারিল। পরে - মহোৎসাহ তাহার নিদ্রা ভঙ্গ করিলে ঐ বৃদ্ধ চক্ষু উন্মীলন করিয়া উচ্চৈঃস্বরে কহিল, কেন ? কি হইয়াছে ? তোমরা কে ? কি চাহ ? -

  • মহোৎসাহ কহিল, হে বন্ধো, এত রাগ কেন ? এ স্থানে তোমার শত্ৰু কেহই নাই।

ইহা শুনিয়াও সে বৃদ্ধ বিশ্বাস না করিয়৷ গাত্ৰোখান পুৰ্ব্বক সাবধানে দাড়াইয়া কহিল, তোমরা কে ? অামাকে পরিচয় দেও । তখন * পথপ্রদর্শক কহিল, অামার নাম * মহোৎসাহ । এই যে যাত্রি সকল স্বৰ্গরাজ্যে গমন করিতেছে, আমি ইহাদের পথপ্রদর্শক ।

  • সরলাত্মা নামে ঐ ব্যক্তি কহিল, অামাকে ক্ষমা করিবেন, কিছু মনে করিবেন না, কেননা কিয়ৎকাল হইল যাহারা • ক্ষুদ্রবিশ্বাস নামক যান্ত্রির ধন হরণ করিয়াছিল, তোমরাও বা সেই দলস্থ লোক, প্রথমে এমত আমার ভয় হইয়াছিল ; কিন্তু এই ক্ষণে দেখিতে পাইতেছি, তোমরা সজ্জন ।

তখন * মহোৎসাহ কহিল, ভাল, আমরা যদি বাস্তবিক সেই দলস্থ লোক হইতাম, তবে আত্মরক্ষার নিমিত্তে আপনি কি করিতে পারিতেন ? - • সরলাত্মা কহিল, আর কি করিতাম ? যাবৎ অামার 2 н З