পাতা:যাত্রিকের গতি.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చలి 3 8 সরলাত্মার সহিত কথোপকথন । শ্বাস থাকিত, তাবৎ যুদ্ধ করিতাম। তাছা করিলে আমি নিশ্চয় জানি, তোমরা কখন আমাকে পরাস্ত করিতে পারিতা না, কেননা - খ্ৰীষ্টীয়ান লোক স্বয়ং পরাজয় স্বীকার না করিলে অন্যকর্তৃক কদাচ পরাজিত হইতে পারে না। • মহোৎসাহ অতি সন্তুষ্ট হইয়। কহিল, হে সাধো, উত্তম কহিয়াছেন, আপনকার এই বাক্যদ্বারা অামি জানিলাম, আপনি এক জন যথার্থ পুরুষ বটেন। আপনকার এ কথা সত্য ।

  • সরলাত্মা কহিল, তোমার কথাতে আমিও বুঝিলাম যে যথার্থ যাত্রিকের ধৰ্ম্ম কি প্রকার, তাহা তুমি বিলক্ষণ জান; যেহেতুক অন্য সকলে আমাদিগের পরাজয় সহজ জ্ঞান করে । -

পরে * মহোৎসাহ কছিল, আদ্য আমাদের শুভ সন্দশন হইয়াছে। অতএব অনুগ্রহ করিয়া আপনকার নাম VG জন্মভূমি জ্ঞাত করুন ।

  • সরলাত্মা কহিল, আমার নাম আমি বলিব না, কিন্তু

• মুখত নামক নগর আমার জন্মভূমি। ঐ নগর ধ্বংসা নগরহইতে প্রায় চারি অংশ দূর। - তাছা শুনিয়া * মহোৎসাহ কহিল, বটে ? আপনি সে দেশের লোক ? তবে বোধ হয়, আমি আপনকার পরিচয় জানি, আপনকার নাম বুঝি - সরলতা হইবে। ঐ বৃদ্ধ অধোবদন হুইয়। কহিল, - সরলতা নছে ; ..আমার নাম * সরলাত্মা ; আর মামার যেমন নাম তেমন স্বভাব যেন হয়, আমার এমত বাসনা আছে বটে। কিন্তু ছে মহাশয়, আমার দেশের নাম শুনিবামাত্র অামার নাম কি প্রকারে জানিলেন ? : . - ° মহোৎসাহ উত্তর করিল, আমার প্রভুর প্রমুখাৎ ক্ষামি পুৰ্ব্বে আপনকার বিষয় শ্রবণ করিয়াছি। পৃথিবীতে