পাতা:যাত্রিকের গতি.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঙ্গলব্যঞ্জকের উপদেশ । ネ○ তোমাকে পাঠাইয়াছিল, তাহার সমস্ত বিষয় অামি তোমাকে বলি, তুমি সাবধান পুৰ্ব্বক মনোযোগ করিও । শুন, যে লোকের সহিত তোমার সাক্ষাৎ হইয়াছিল, তাহার নাম “সাংসারিকবুদ্ধি ; সে কেবল সাংসারিক উপদেশ ভাল বাসে, এই নিমিত্তে সে সৰ্ব্বদা * নীতিনামক গ্রামের ধৰ্ম্মশালায় গতায়াত করে । আর সে ব্যক্তি সাংসারিক উপদেশ এতো ভাল বাসে তাহার কারণ এই, যে তাছা মানিলে জুশহইতে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ ক্রুশেতে হত খ্রীষ্টের সত্য ধৰ্ম্ম আচরণ করাতে যে ক্লেশ তাহাহইতে মুক্তি পাওয়া যায়। অতএব জগৎস্থ লোককে সেই মতাবলম্বী করণে তাহার বাঞ্ছা প্রযুক্ত সে আমার যথার্থ মতে যাইতে লোকদিগকে বারণ করে, এই হেতুক তাহার নাম যথার্থ রূপে • সাংসারিকবুদ্ধি নির্ণয় করা গিয়াছে। তাহার উপদেশের মধ্যে নিম্নলিখিত তিন বিষয় তুমি অতিশয় ঘৃণাৰ্ছ জানিব, ফলতঃ সে তোমাকে পথহইতে ফিরাইল, এই প্রথম বিষয় । এবং ক্রুশ যে তুচ্ছনীয়, এমন তোমার বোধ জন্মাইবার চেষ্টাতে ছিল, এই দ্বিতীয় বিষয়। আর তোমাকে ফিরাইয়া মৃত্যুর পথে লওনের চেষ্টায় ছিল, এই তৃতীয় বিষয়। প্রথম বিষয় । সে যে তোমাকে সৎপথহইতে ফিরাহয়াছিল, এবং তুমি যে তাহাতে সম্মত হইয়াছিল, ইহ অতিশয় ঘৃণাৰ্ছ জানিবা, কেননা সাংসারিকবুদ্ধি মনুষ্যের কথাক্রমে ঈশ্বরের আজ্ঞাকে অবহেলা করা অতি দুষ্কৰ্ম্ম বটে। দেখ, প্রভু কহেন, সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ কর; কেননা জীবনপ্রাপ্তির দ্বার সঙ্কীর্ণ, এবং অল্প লোক তাহার উদেশ পায়। আমি তোমাকে সেই সঙ্কীর্ণ দ্বারে যাইতে বলিয়াছিলাম ; পরে ঐ দুষ্ট মনুষ্য সেই দ্বারহইতে ও তাহার পথহইতে তোমাকে পরাভূখ