পাতা:যাত্রিকের গতি.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সর লাত্মার সহিত কথোপকথন । 3)(? С যে কিছু অাছে সকলি তিনি জানেন। সে যাহা হউক, আপনকার দেশহইতে কোন ব্যক্তি ষে যাত্রী হইয়া আইসে, ইহাতে কার বার অামার আশ্চর্য জ্ঞান হুইয়াছে ; কেনন। সে দেশ * ধ্বংস্য নগরহইতেও মন্দ ।

  • সরলাত্মা কহিল, আপনি যাহা কহিতেছেন, তাহা সত্য; যেহেতুক ধ্বংসা নগরাপেক্ষ আমাদের দেশ স্থৰ্য্যহইতে অধিক দূরবর্তী, এই জন্যে আমরা অতিশয় হিমাঙ্গ ও চেতনারহিত। কিন্তু যে লোক হিমালয়ের চূড়াতে অবস্থিতি করে, তাছার উপর ধৰ্ম্মসুর্য্য যদি উদিত হয়, তবে তাহারও জড়ীভূত অন্তঃকরণ দ্রব হয়, আমি ইহার প্রমাণ হইয়াছি। - .*
  • মহোৎসাহ কছিল, তাছাই বটে ; আমি তাছা বিশ্বাস করি, এবং তোলুর কথা যে সত্য তাহ নিশ্চয় জানি।

পরে ঐ বৃদ্ধ প্রেমরূপ পবিত্র চুম্বন পূর্বক সমস্ত যাত্রিকে সম্ভাষ করিয়া তাহাদের নাম ও পথের সমাচার জিজ্ঞাসা করিল।

  • খ্ৰীষ্টীয়ানী কছিল, বোধ হয় আমার নাম আপনি শুনিয়া থাকিবেন। - খ্ৰীষ্টীয়ান আমার স্বামী ছিলেন ; আর এই চারিটি তাহার সন্তান ।

হে পাঠকগণ, “ শ্ৰীষ্টীয়ানীর এই কথা শুনিবামাত্র ঐ বৃদ্ধ কি পৰ্য্যন্ত আশ্চৰ্য্য জ্ঞান করিয়া সন্তুষ্ট হইল, তাছ কি কহিব ? সে অনেক ক্ষণ হাস্য ও নৃত্য ও সহস্র ২ আশীৰ্ব্বাদ করণ পুৰ্ব্বক • খ্ৰীষ্টীয়ানীকে কহিল, তোমার স্বামির বিষয়, অর্থাৎ যাত্রাকালে তাহার ক্লেশ ভোগের ও যুদ্ধের বিবরণ অামি অনেক রার শ্রবণ করিয়াছি। তোমার সাত্মনার্থে কছি, এতাবদেশে তোমার স্বামির প্রশংসাধ্বনি প্রসিদ্ধ আছে ; তাছার বিশ্বাস ও সাহস খৃ সহিষ্ণুত ও সাৱল্য প্রযুক্ত তাহার নাম অতি খ্যাভ্যা