পাতা:যাত্রিকের গতি.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ デ সম্ভয়ের চরিত্র । রাশ্য পঙ্কের নিকটে বহুকাল বিলম্ব করণানন্তর এক দিবস রৌদ্রযুক্ত প্রাতঃকালে হঠাৎ সাহস বান্ধিয়া পার হইয়। গেল। কিন্তু পার হইলেও প্রায় তাহার বিশ্বাস জন্মিল না; বুঝি তাহার মন নৈরাশ্যপঙ্কস্বরূপ, তৎপ্রযুক্ত যে ২ স্থানে যাইত, সেই ২ স্থানে নৈরাশ্যপঙ্ক দেখিত ; তাছা না হইলে সে অন্য প্রকার লোক হইত। যাহা হউক, ঐ ক্ষুদ্র দ্বারে, অর্থাৎ এই পথের মস্তকে স্থিত দ্বারে উপস্থিত হইলে সে দ্বারে ঘা মারিতে সাহস করিতে না পারাতে অনেক ক্ষণ পৰ্য্যন্ত দাড়াইয়া রহিল। কখন ২ দ্বার মুক্ত হইলে সে পশ্চাৎ থাকিয়া অন্য কোন ২ লোককে যাইবার পথ দিয়া কহিত, আমি প্রবেশ করিবার যোগ্য নহি । অতএব যাহারা তাহার পরে সেই দ্বারে উপস্থিত হইয়াছিল, এমত অনেক লোক তাছার অগ্রে প্রবিষ্ট হইল। এই রূপে ঐ ব্যক্তি ভয়ে কুষ্ঠিত হইয়া অনেক ক্ষণ পৰ্য্যন্ত সে খানে দাড়াইয়া রছিল, এবং ফিরিয়া যাই, তেও অসম্মত ছিল ; তাহাতে তাহাকে দেখিয়া সকলে দয়া করিত। অবশেষে সে দ্বারেতে কুলান মুলার হস্তে লইয়া মন্দ ২ দুইটী আঘাত করিল। তাহাতে এক ব্যক্তি দ্বার মোচন করিয়া তাহাকে পুৰ্ব্ববৎ কুষ্ঠিত হইয়া পিছে ছাটিতে, দেখিলে বাহিরে আসিয়া কহিল, হে কম্পিতকলেবর, তোমার বাঞ্ছা কি ? এই কথা জিজ্ঞাসা করাতে * সভয় তৎক্ষণাৎ ভূমিতে পড়িল । তাহাতে ঐ ব্যক্তি তাহার দুর্বলতাতে অতি আশ্চৰ্য্য জ্ঞান করিয়া । তাছাকে কহিল, তোমার শান্তি হউক ; উঠিয়া দাড়াও জাৰি তোমার নিমিত্তে দ্বার মুক্ত করিয়াছি; ভিতরে আইস ; তুমি আশীৰ্ব্বাদের পাত্র। তাহাতে সে গাত্ৰোখান করিয়া কাপিতে ২ ভিতরে গেল, কিন্তু প্রবিষ্ট হইয়াও মুখ দেখাইতে লজ্জিত ছইল । পরে সে তথায়