পাতা:যাত্রিকের গতি.djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভয়ের চরিত্র । <) (I I কতক দিবস যথানিয়মে অতিথিরূপে সেবিত হইলে তন্মুছবাসির তাহাকে পথ দেখাইয়া দিয়া যাত্রাতে অগ্রসর হইতে কহিল। তাহাতে সে গমন করিয়৷ কোন মতে আমাদের বাটীর নিকটে উপস্থিত হইয়া সেই দ্বারেতে যেমন ব্যবহার করিয়াছিল, তদ্রুপ আমার প্রভু * অর্থকারকের দ্বারেতেও করিল, ফলতঃ ডাক দিতে সাহস না করিয়া শীতকালে সেই স্থানের এক পার্শ্বে পড়িয়া রছিল, কিন্তু ফিরিয়া যাইতেও অসম্মত ছিল। সেই সময়ের রাত্রি অতি দীর্ঘ ও হিমযুক্ত ছিল ; আর আমার প্রভু যেন তাহাকে গ্রহণ করিয়া গৃহেতে আতিথ্য পূর্বক সাত্বন করেন, এবং প্রস্থান কালে তাহার ভীতান্তঃকরণ প্রযুক্ত বলবান ও বীর্য্যবিশিষ্ট এক পথপ্রদর্শক দেন, এমত অনুরোধস্থচক এক পত্রও তাহার বক্ষঃস্থলে ছিল ; তথাপি দ্বারে আঘাত করিতে তাহার সাহস হইল না। এতদ্রুপে দীর্ঘ কাল পর্য্যন্ত তথায় পড়িয়া থাকিয় অনাহারে মৃতকম্প হইল । তাহার এমত কাতরতা ছিল, যে অনেককে দ্বারে আঘাত করিয়া প্রবিষ্ট হইতে দেখিলেও কোন মতে তাহার সাহস জন্মিল না। অপর কোন সময়ে অামি গবাক্ষ দিয়া দ্বারের নিকটে তাহাকে গমনাগমন করিতে দেখিয়া বাহিরে যাইয়া জিজ্ঞাসা করিলাম, তুমি কে? তাহাতে সে কেবল অশ্রুপাত করিতে লাগিলে আমি তাহার ইচ্ছা বুঝিয়া ভিতরে যাইয়া গৃহবাসিদিগকে তাহার সমাচার দিলাম, এবং আমাদের প্রভুকেও জ্ঞাত করাইলাম। তাহাতে তিনি তাহাকে. ভিতরে অানিতে অামাকে বাহিরে প্রেরণ করিলে আমি অতি কষ্টে কৃতকাৰ্য্য হইলাম। সে ভিতরে আইলে পরে আমার প্রভু অতি প্রেম পুৰ্ব্বক তাছাকে গ্রহণ করিয়া গৃহে যে কিছু উত্তম খাদ্য সামগ্রী ছিল,