পাতা:যাত্রিকের গতি.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9) & e - সভয়ের চরিত্র । তাহা তাহাকে ভোজন করাইয়া পরিতৃপ্ত করিলেন। পরে সে উক্ত পত্র প্রদান করিলে আমার প্রভু তাহ পাঠ করিয়া কহিলেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হইবে । এতদ্রুপে ঐ স্থানে কতক দিন ৰাস করিলে পরে ক্রমে ২ তাছার কিঞ্চিৎ সাহস ও মনের শান্তি জন্মিতে লাগিল । যেহেতুক আমার প্রভু স্বভাবতঃ দয়ালু, বিশেষতঃ সভয়দিগের প্রতি তিনি অতিশয় কৃপাবান। অতএব যাহাতে তাহার উৎসাহ বৃদ্ধি হয়, এমত ব্যবহার তাহার প্রতি সৰ্ব্বথা করিলেন। পরে রীতিক্রমে ঐ গৃহের সমস্ত বিষয় দর্শনানন্তর যখন সে স্বৰ্গপুরে যাত্রা করিতে প্রস্তুত হইল, তখন আমার প্রভু যেমত - খ্ৰীষ্টীয়ানকে পাথেয় দ্রব্য দিয়াছিলেন, সেই রূপ তাহাকেও এক শিশি দ্রাক্ষারস ও স্বাস্থ্যজনক কিঞ্চিৎ খাদ্য দ্রব্য প্রদান করিয়া বিদায় করিলেন । এই রূপে যাত্রারম্ভ করিলে আমি তাহার অগ্রগামী হইয়৷ চলিলাম, এবং সে বড় একটা কথাবার্তা না কহিয়া কেবল মধ্যে ২ একটা ২ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করত পিছে ২ চলিল । পরে যে ফাশিকাষ্ঠে তিন জন টাঙ্গান আছে, আমরা তাহার নিকটে উপস্থিত হইলে সে অামাকে কহিল, বোধ হয়, শেষে আমারও ঐ দশ ঘটিবে। কিন্তু সে যখন ক্রুশ ও গহ্বর দর্শন করিল, তখন কিঞ্চিৎ আহলাদিত হইয়া সেই সকল দেখিবার নিমিত্তে তথায় কিয়ৎকাল বিলম্ব করিতে চাহিল, এবং তদৰধি কতক ক্ষণ পর্য্যন্ত তাহাকে পুলকিতের ন্যায় বোধ হইল। পরে আমরা - দুর্গম পৰ্ব্বতে উপস্থিত হইলে সে কিছু মাত্র কষ্ট বোধ করিল ন, এবং সিংহ দেখিয়াও বড় ভীত হইল না ; যেহেতুক এমত বিষয়ে তাহার শঙ্কা ছিল না, কেবল শেষকালে অনুগৃহীত হইব কি না, এই মাত্র তাহার আশঙ্কা ছিল।