পাতা:যাত্রিকের গতি.djvu/৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সগুয়ের চরিত্র । ○や ● পরে “রম্যপুরীতে প্রবেশ করিতে সে বড় সম্মত না হইলেও অামি তাহাকে প্রবেশ করাইয়া সেখানকার গৃহিণীদিগের সহিত তাহার আলাপ করাইয়া দিলাম। সে লজ্জা প্রযুক্ত অনেকের সহিত থাকিতে ইচ্ছা না করিয়া একাকী থাকিতে প্রয়াস করিত, কিন্তু সৎকথা শুনিতে বড় ভাল বাসিত, সেই নিমিত্তে বারম্বার পদার পশ্চাতে গিয়া দাড়াইত। প্রাচীন বিষয় দেখিতে ও তাহার অালোচনা করিতে তাহার বড় প্রীতি ছিল। এক দিন সে আমাকে কহিল, আমি যে দুই গৃহহইতে আসিয়াছি, অর্থাৎ দ্বারের নিকটবর্তি গৃহ ও * অর্থকারকের গৃহ, সেই দুই বাটীতে থাকিতে আমার বড় ইচ্ছা ছিল, কিন্তু এমত প্রার্থনা করিতে আমার সাহস হইল না। অপর ঐ * রমাপুরীহইতে প্রস্থান করিয়া পৰ্ব্বতের নীচস্থ “ নমুত নামক উপত্যকাতে অধোগমন কালে সে সুস্থির হইয়া নামিল। বোধ হয় তদপেক্ষা উত্তমরূপে ঐ পৰ্ব্বতহইতে নামিতে অামি যাবজ্জীন কাহাকেও দেখি নাই ; কারণ সে অন্তিম কালে যদি সুখ পায়, তবে পথের মধ্যে অতিশয় নীচ অবস্থা স্বীকার করিতে প্রস্তুত ছিল। অার অামার বোধ হয়, ঐ উপত্যকার সঙ্গে যেন তাহার এক প্রকার প্রেম সম্বন্ধ ছিল, কেননা সেখানে আসিয়া সে যেমন সুখী হইল, তেমন সুখী আর কুত্রপি তাহাকে দেখি নাই। সে তথায় কখন ২ শয়ন করিয়া ভূমি আলিঙ্গন করিত, ও সেই স্থলীতে উৎপন্ন পুষ্প সকল চুম্বন করিত, এবং প্রতিদিন অরুণোদয় কালে গাত্রোথান করিয়া ইতস্ততঃ পাদচারি করত আমোদিত হইত। পরে জামরা মৃতু্যচ্ছায়া উপত্যকার প্রবেশস্থানে উপস্থিত হইলে, বুঝি এবার আমার বন্ধুকে হারাইলাম, এমত 2 ц