পাতা:যাত্রিকের গতি.djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७७९ মভয়ের চরিত্র । আমার আশঙ্কা জন্মিল। ফলতঃ সে যে ফিরিয়া যাইতে ইচ্ছুক ছিল এমত নহে, বরঞ্চ তাহা তাহার ঘৃণাৰ্ছ বিষয় ছিল ; কিন্তু সে ত্রাসেতে মৃতকল্প হইয়া, হায় ! এ স্থানে আমাকে ভূতে ধরিবে, এই কথা বলিয়া অতি চীৎকার করিতে লাগিল । আমি তাহার আতঙ্ক কোন মতে দূর করিতে পারিলাম না। সে এমত উৎকট হাহাকার করিয়াছিল, যে ভূতেরা তাহ শুনিতে পাইলে আমাদের উপর আক্রমণ করিতে অবশ্য আশ্বাস পাইত ; কিন্তু তৎকালে আমি এই আশ্চৰ্য্য দেখিলাম, যে ঐ উপত্যক দিয়া তাহার গমন সময়ে সেই স্থান অতি নিৰ্ব্বত ছিল। অামি তাহা কখন তেমন শঙ্কারহিত দেখি নাই । অামার বোধ হয়, আমাদের প্রভু তথাকার শত্রুদিগকে বাধা দিয়া, যাবৎ ঐ * সভয় পার না হয়, তাবৎ ক্ষান্ত থাকিতে দৃঢ় আজ্ঞা করিয়াছিলেন। • সভয়ের তাবদ্ধৃত্তান্ত বিবরণ করিতে দীর্ঘকাল লাগে, অতএব কেবল দুই তিন ঘটনা বর্ণনা করি। “ মায়া হট্টেতে উপস্থিত হইলে তথাকার লোকদের ক্ষিপ্ততা দর্শনে সে অতিশয় বিরক্ত ও কোপযুক্ত হইয়া হটস্থ সকলের সহিত যুদ্ধ করিতে উদ্যত হইল ; তাহাতে পাছে অণমাদের উভয়েরই মস্তক চূর্ণ হয়, আমার এমত আশঙ্ক জন্মিল। এবং “ মোহ ভূমিতেও সে অতিশয় সতর্ক হইয়াছিল। কিন্তু যখন সেতুহীন নদীতীরে উপস্থিত হইল, তখন তাছার ভারি অাশঙ্কা জন্মিল। সে কহিল, হায় ২ ! এই বার চিরকালের নিমিত্তে বুঝি ভুবিয়া মরিলাম হায়! যাহার ক্রমুখ দর্শনার্থে আমি এত দূর পৰ্য্যস্ত আগমন করিলাম, তাহাকে দেখিতে পাইব না। ঐ স্থানে আমি এক আশ্চর্য্য বিষয় দর্শন করিলাম। ঐ নদীর জল ছাল হইয়। এমত অম্প হইল, যে শেষে