পাতা:যাত্রিকের গতি.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

冬8 মঙ্গলব্যঞ্জকের উপদেশ । করিয়া প্রায় তোমার বিনাশ ঘটাইল ; অতএব তাহার সেই কুপরামর্শ, এবং তাহার বাক্যে তোমার সম্মতি, এই উভয় অতিশয় ঘৃণাৰ্ছ জ্ঞান কর। দ্বিতীয় বিষয়। সে ব্যক্তি যে তোমাকে স্কুশ তুচ্ছ করাইবার জন্যে চেষ্টা করিয়াছিল, তাহাও ঘৃণাৰ্ছ জ্ঞান করিব, যেহেতুক মিসর দেশের সমস্ত ধনহইতেও ঐ কুশকে তোমার মনোনীত করা কর্তব্য, কেননা যিনি স্বর্গমর্ত্যের একাধিপতি, তিনি তোমাকে কহিয়াছেন, যে ব্যক্তি আtপন প্রাণ রক্ষা করিতে অকিঞ্চন করে সে তাহা হারাইবে, এবং কেহ আমার পশ্চাদগামী হইয়। যদি আপন মাত৷ ও পিতা ও স্ত্রী ও সন্তান ও ভ্রাতৃগণ ও ভগিনীবগ এবং নিজ প্রাণও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে অামার শিষ্য হইতে পারে না। অতএব আমি বলি, সত্যবাদি ঈশ্বরের দত্ত প্রমাণানুসারে যে ক্রুশ ব্যতিরেকে অনন্ত জীবন প্রাপ্ত হওয়া তোমার অসাধ্য, তাহাকে মনুষ্য যদি তোমার মৃত্যুজনক বলে, তবে সেই উপদেশ নিতান্ত ঘৃণা করা তোমার কৰ্ত্তব্য । তৃতীয় । ঐ দুষ্ট ব্যক্তি যে তোমাকে মৃত্যুর পথে লইয়। গিয়াছিল, ইহাও তোমার ঘৃণা করিতে হইবে। সে যাহার নিকটে তোমাকে পাঠাইয়াছিল, সে কে, এবং তোমার বোঝা নামাইতে কেমন অপারক, তাহা বিবেচনা করিলে অবশ্য মনে ঘৃণ জন্মিবে। তুমি বিশ্রাম পাইবার জন্যে * ব্যবস্থানুগত নামক যে ব্যক্তির কাছে প্রেরিত হইয়াছিল। সে এক দাসীর পুজ, এবং তাছার সেই মাত আপন সন্তানদের সহিত অদ্যাপি দাসত্ত্বে বন্ধ আছে। আর সে সীনয়পৰ্ব্বতস্বরূপ, অর্থাৎ এই ষে পৰ্ব্বতকে তোমার ঘাড়ে পড়িতে উদ্যত দেখিয়৷ জুৰি শাসযুক্ত হইয়াছ, এই পৰ্ব্বতস্বরূপ । সেই স্ত্রী যদি