পাতা:যাত্রিকের গতি.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S, а о বিশেষ যাত্রিকের বিশেষ স্বভাব । নাবিধ অপরূপ মত দৃষ্ট হইতেছে। আমিও জানি, এক জন কহিয়াছিল যে মরণ কাল উপস্থিত হইলে পাপের জন্যে অনুতাপ করিতে যথেষ্ট সময় হইবে।

  • মহোৎসাহ কহিল, সে লোক বড় বিবেচক নহে। প্রাণ রক্ষার্থে দশ ক্রোশ দূরে পলাইবার নিমিত্তে এক সপ্তাহ অবকাশ থাকিলে সে কি ঐ সপ্তাহের শেষদগু পর্য্যন্ত বিলম্ব করিতে ভয় করিবে না ?
  • সরলাত্মা কছিল, আপনি যথার্থ কহিয়াছেন, তথাপি যাহারা আপনাদিগকে যাত্রিকরূপে জানে,তাহাদের মধ্যে অনেকে এরূপ ব্যবহার করিয়া থাকে। আমি প্রাচীন এবং বহুদিবসাবধি এই পথের পথিক ; সুতরাং অনেক বিষয় অবগত হইয়াছি। যে সকল লোককে দেখিয়াছি, তাহাদের মধ্যে কোন ২ লোক যাত্রার আরম্ভকালে যেন জগৎসংসারকে অগ্রসর করিয়া লইয়া যায়, এমত ব্যগ্রচিত্ত ছিল ; কিন্তু অম্প দিবসের মধ্যে তাহারা ইস্রায়েল লোকদের ন্যায় অরণ্যেতে প্রাণ ত্যাগ করিল, প্রতিশ্ৰুত দেশের দর্শনও পাইল না। অন্য কোন ২ লোক যাত্রায় প্রবৃত্ত হওনকালে এমত বলহীন ছিল, যে বোধ হইল তাহারা এক দিবসও বাচিবে না, কিন্তু শেষে তাহারা প্রসিদ্ধ যাত্রী হইয়া উঠিল। অার কেহ ২ প্রথমে অতি দ্রুতগতিতে কিঞ্চিৎ দূর অগ্রসর হইয়া পরক্ষণে তদনুরূপ দ্রুতগতিতে প্রত্যাগমন করিল। আর কেহ ২ অগ্রে যাত্রিধৰ্ম্মের প্রশংসা করিয়া পরে তাছার বড় নিন্দা করিল। আর কতক লোক স্বৰ্গপ্রাপ্তির নিমিত্তে যাত্রারম্ভ কালে, স্বৰ্গ এক স্থান অবশ্যই আছে, ইহা দৃঢ়ৰূপে কহিত, পরে সেই স্থানে পহুছিবার কিঞ্চিৎ পথ অবশেষ থাকিতে সেই লোকেরা ফিরিয়া আসিয়া, স্বর্গ নাই, ইছা কহিতে লাগিল । এবং শত্রর সহিত সংঘটন হইলে কি রূপে